Advertisement
অষ্টমীর সাবেকি সাজ হোক রাইমার মতো স্নিগ্ধ, রইল টিপস
অঞ্জলি দিনে-রাতে কীভাবে সাজবেন? দেখে নিন ছবিতে। সঙ্গে দারুণ টিপস!
পুজোর সাজ মানেই সাবেকিয়ানা। আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য সাধারণত লাল পাড় সাদা শাড়িটাই বেছে নেন অনেকে।
রাইমা সেনও সেরকমই একটি শাড়ি বেছে নিয়েছেন পুজোর মরশুমে। সঙ্গে ডিজাইনার ব্লাউজও বেছে নিতে পারেন। সেটা স্লিভলেসও হতে পারে বা ফুলস্লিভ কিংবা হাফস্লিভস।
শাড়ি যদি একেবারে সাদামাট হয়। তবে এক্ষেত্রে জমকালো ব্লাউজ বেছে নিন। একেবারে যৎসামান্য মেকআপ থাকুক। কপালে ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক।
Published By: Sandipta BhanjaPosted: 07:41 PM Oct 06, 2024Updated: 07:41 PM Oct 06, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ