সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমীতে দেবীবরণের পালা। বিয়ের পর এই প্রথম পুজো দর্শনা বণিকের। প্রথম সিঁদুরখেলা চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী। সঙ্গী ছিলেন স্বস্তিকা দত্ত। এদিকে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে যুবানকে নিয়ে লালপেড়ে সাদা শাড়ি পরেই উমাকে বরণ করতে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বছরের এই কয়েকটা দিন বাঙালির বড় আনন্দের। দেবী দুর্গা যেন বাঙালির ঘরের মেয়ে হয়ে আসেন। ষষ্ঠীর বোধনের পর পুজো শুরু। কিন্তু নবমীর সন্ধ্যার পর থেকেই মনে বিসর্জনের সুর বাজতে থাকে। দশমী মাসে শুধুই বিসর্জন নয়। তার আগে থাকে দেবীবরণ ও সিঁদুরখেলা। এই প্রথমবার বিবাহিত হিসেবে সিঁদুর খেলায় মাতলেন দর্শনা বণিক। লাল টুকটুকে শাড়ি পরে দেবীকে বরণ করেন অভিনেত্রী। সেখানেই ছিলেন স্বস্তিকা দত্ত। তাঁর গালেও লাগে সিঁদুর।
মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখোপাধ্যায় বাড়ির সদস্যরা।