Advertisement
লাল-সাদা নয়, চিরাচরিত প্রথা ভেঙে অষ্টমীর জমকালো সাজে সোহিনী-অনির্বাণ
পুজোর সাজে 'ব্যোমকেশ-সত্যবতী'। শুধুমাত্র সংবাদ প্রতিদিন-এর জন্য।
পুজোর সাজ মানেই ঐতিহ্য আর আভিজাত্যের মিশেল। অষ্টমী মানেই অঞ্জলি। আর সাধারণত অষ্টমীতে লাল-সাদার রাজত্বই থেকেছে বরাবর। তবে সোহিনী-অনির্বাণ হাঁটলেন অন্য পথে।
চিরাচরিত লাল-সাদাকে দশমীর জন্য তুলে রেখে অষ্টমীতে জমকালো সাজে ধরা দিলেন ব্যোমকেশ-সত্যবতী জুটি। পুজোর বাকি দিনগুলির মতো অষ্টমীর জন্যও প্রিয় গোপাল বিষয়ীর উপরই চোখ বন্ধ করে ভরসা করেছেন সোহিনী সরকার। অনির্বাণ ভট্টাচার্যও তাই।
কালো ফ্রিল দেওয়া ব্লাউজের সঙ্গে চুনে হলুদ অফবিট বালুচরি সিল্ক বেছে নিয়েছেন সোহিনী সরকার। বটল গ্রিন রঙের পাঞ্জাবির সঙ্গে নীল জিনস পরেছেন অনির্বাণ ভট্টাচার্য। পরমার ব্লাউজ, আর তাহির জুয়েলারির গয়নায় সুন্দরী সোহিনী। সবুজ পাঞ্জাবি ও নীল জিনসে নজর কেড়েছেন হ্যান্ডসাম অনির্বাণ।
Published By: Sandipta BhanjaPosted: 04:31 PM Oct 12, 2023Updated: 08:44 PM Oct 12, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ