সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্য়েই পুজো শপিং শুরু। নিজেদের জন্য শপিং হয়তো করে ফেলেছেন। এবার পালা আপনার ঘরসজ্জার। ভাবছেন অনেক খরচ? স্বল্প বাজেটেই সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আপনার ঘরবাড়ি। কীভাবে?
১) উৎসবের দিন গোটা বাড়ি আলো দিয়ে ভরিয়ে তুলুন। আর এর জন্য ব্য়বহার করতে পারেন বাহারি ল্যাম্পশেড। তবে বাজার থেকে ল্যাম্পশেড না কিনে বরং নিজেই বানাতে পারেন। বাড়িতে কাচের শিশি থাকলে, ফেব্রিকের রঙের সাহায্য়ে বোতলের গায়ে পছন্দের ডিজাইন করে নিন। কিংবা সাদা কাচের শিশির ভিতর টুনি বাল্বের চেইনও ভরতে পারেন। ঘরের কোণায়, কিংবা সিঁড়ির ধাপে ধাপে সাজাতে পারেন এই কাচের শিশি। দেখবেন অন্যরকম লাগবে আপনার ঘর।
২) ঘর সাজাতে পারেন প্রদীপ দিয়েও, তেল-সলতের প্রদীপ যেমন রয়েছে তেমনই বাজারে মোমভরা প্রদীপও পাওয়া যায়। শুধু তাই নয়, এখন সুগন্ধী প্রদীপও পাওয়া যায়। বাড়ির মেঝেতে ফুলের আলপনা এঁকে প্রদীপ দিয়ে ঘর সাজাতে পারেন।
[আরও পড়ুন: বাড়ির ছাদে মিনারেলস্ওয়ালা ওয়াটার ট্যাঙ্ক, সিলভার পি ফোর ইন্টারন্যাশনাল লাগান]
৩) অনেকেই ভাল আলপনা দিতে পারেন। আপনার এই প্রতিভা কাজে লাগান ঘর সাজানোর জন্য়ও। সেক্ষেত্রে ফেব্রিক দিয়েই আলপনা এঁকে নিন। তাহলে তা ধুলেও সমস্যা থাকবে না। কিংবা ফুল আর পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিন বা আবির বা রং দিয়ে আলপনা বানিয়ে নিতে পারেন। রঙ্গোলি করলে দরজার বাইরে কিংবা বারান্দায় বানাবেন। এই আলপনার উপরেই প্রদীপ সাজাতে পারেন।
৪) কুশন কভার গুলো বদলে ফেলুন। উৎসবের ফিল আনতে একটু বাহারি রঙের কুশন কভার বেছে নিন। এছাড়াও বিভিন্ন শেপের কুশান রাখতে পারেন খাটে বা সোফায়। পর্দার রঙের সঙ্গে মিলিয়ে কুশন কভার বাছতে পারেন। পর্দার রং সবসময় উজ্জ্বল কিনবেন।