shono
Advertisement

Durga Puja News 2023: ৫৫ কেজি রুপোর দুর্গা, বাংলার শিল্পীর তৈরি প্রতিমার ত্রিপুরা যাত্রা

বাংলার শিল্পীর তৈরি প্রতিমা অস্ত্রধারী নন।
Posted: 02:38 PM Oct 16, 2023Updated: 04:26 PM Oct 16, 2023

অর্ণব দাস, বারাকপুর: মাটি নয়। উমা সাজলেন রুপোয়। বাংলার শিল্পীর তৈরি রুপোর দুর্গা ইতিমধ্যেই পাড়ি দিলেন ত্রিপুরায়। রবিবার সন্ধ্যার বিমানে সন্তানদের সঙ্গে নিয়ে ত্রিপুরা রওনা দিলেন দেবী।

Advertisement

উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুরের শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার ৫৫ কেজি রুপো দিয়ে প্রতিমা তৈরি করেছেন। তাঁর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলেই। ইন্দ্রজিৎবাবুর তৈরি প্রতিমা অস্ত্রধারী নন। দশ হাতে যেন কিছু দান করছেন দেবী। গত জুন মাস থেকে শুরু হয় প্রস্তুতি। রুপো কেনা, গয়নাগাটি তৈরি কত কিছু। হাজারও পরিশ্রমে অবশেষে সেজে উঠল প্রতিমা। 

[আরও পড়ুন: ফেজ পরে দুর্গাপুজোর আয়োজন, বাংলার এই গ্রামে সম্প্রীতির নজির]

রুপোর তৈরি প্রতিমা বলে কথা! তাই তা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। সে কারণে শিল্পীর ওয়ার্কশপে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। চারজন বন্দুকধারী এবং সর্বত্র সিসি ক্যামেরায় মোড়া তাঁর ওয়ার্কশপ। একের পর এক দিন ধরে তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে ত্রিপুরায়। আগরতলার ছাত্রবন্ধু ক্লাবের মণ্ডপে রাখা হবে প্রতিমাটি। বাংলার শিল্পীর তৈরি প্রতিমা (Durga Puja 2023) মন ছুঁয়েছে সকলের।

তবে এই প্রথমবার নয়। করোনাকালের আগে সোনা দিয়ে প্রতিমা তৈরি করেছিলেন ইন্দ্রজিৎ। করোনা পরিস্থিতিতে ধাক্কা খায় আর্থিক পরিস্থিতি। তাই এবার রুপো দিয়ে ঠাকুর গড়েছেন তিনি। আগামী দিনে প্ল্যাটিনাম এবং হিরে দিয়ে প্রতিমা তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। দেবীর আশীর্বাদে যত তাড়াতাড়ি সম্ভব স্বপ্নপূরণ হোক, এটাই একমাত্র প্রার্থনা শিল্পীর।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: সেবায়েত থেকে জমিদার হয়েই শুরু পুজো, ২২৯ বছর ধরে দেবীর একই কাঠামো পাঠক পরিবারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার