shono
Advertisement

Breaking News

বাবা হলেন দুর্নিবার, মোহরের কোলে এল ফুটফুটে সন্তান

আনন্দের এই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন দুর্নিবার নিজেই।
Posted: 11:41 AM Feb 04, 2024Updated: 11:50 AM Feb 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালেই সুখবর। বাবা হলেন দুর্নিবার সাহা (Durnibar Saha)। গায়কের স্ত্রী মোহরের কোলে এল ফুটফুটে সন্তান। আনন্দের এই খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন দুর্নিবার নিজেই। তাতেই শুভেচ্ছার বন্যা।

Advertisement

 

চলতি বছর মার্চ মাসে মোহরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দুর্নিবার। বিয়ের আট মাসের মাথাতেই সুখবর দেন শিল্পী। দেবীপক্ষের পয়লা দিনে ফেসবুক পোস্টে লেখেন- “আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, একটা ছোট্ট চমৎকার আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘুমোতে ঘুমোতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। আর এবার সেটাই করব, যেটা আমরা চেয়ে এসেছি।”

[আরও পড়ুন: বলিউডের ফ্যাশন ডিভা মালাইকার সঙ্গে মনামী, কী কথা হল দুই সুন্দরীর? ]

রবিবার সকালে বাবা হওয়ার খবর জানিয়ে দুর্নিবার নিজের ও মোহরের পক্ষ থেকে লেখেন, “আমরা ভাবতেই পারিনি যে একটা কান্নার শব্দ এভাবে আমাদের মুখে হাসি নিয়ে আসবে। ছেলে হয়েছে। ”  

প্রসঙ্গত, প্রসেনজিতের সহকারী মোহরের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার। তার আগে ২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। ২০২২ সালে মোহরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার। দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তার পর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। অন্যদিকে মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার।

[আরও পড়ুন: ‘মায়েরও ক্যানসার ছিল’, ফের সাফাই পুনমের, অভিনেত্রীর কড়া শাস্তি চান মহারাষ্ট্রের বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement