shono
Advertisement

এবার চিত্রনাট্যে জোর দিতে চান অক্ষয়

প্রচুর টাকা রোজগার করেছেন তিনি। তাই...
Posted: 01:04 PM Feb 23, 2017Updated: 07:34 AM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর টাকার পিছনে ছুটতে চান না অক্ষয় কুমার। এবার শুধু বাছাই করা ছবিতেই কাজ করবেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ‘জলি এলএলবি-২’। ১৩ দিনে প্রায় ১০০ কোটি টাকার উপরে ব্যবসা করেছে ছবিটি। ছবির এই সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয় জানান, বলিউডে কাজ করে ইতিমধ্যেই যথেষ্ট টাকা উপার্জন করেছেন তিনি। এবার তাঁর ফোকাস সঠিক চিত্রনাট্য। অক্ষয় বলেন, “ছবির ব্যবসার থেকেও দর্শকের ভালবাসা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি যথেষ্ট টাকা রোজগার করেছি। সঠিক চিত্রনাট্য বাছাইটাও খুব দরকার।”

Advertisement

ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল

‘জলি এলএলবি-২’ ছবিতে এক আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। জলি চরিত্রটি নিয়ে বলতে গিয়ে অক্ষয় জানান, ব্যক্তিগত জীবনে তিনি কোনওদিনই আইনি জটিলতায় জড়াননি। তাই আইনজীবীর কখনও প্রয়োজন পড়েনি। এমনকি আদালতের ভিতরেও কোনওদিন ঢোকার প্রয়োজন হয়নি তাঁর। জলি চরিত্রটি ফুটিয়ে তুলতে তাই তাঁর একমাত্র ভরসা ছিলেন পরিচালক সুভাষ কাপুর। কারণ, পরিচালনায় আসার আগে সাংবাদিক ছিলেন সুভাষ। পেশার প্রয়োজনেই আইনী বিষয়গুলি ভালমতো জানা ছিল তাঁর।

অফিসটাইমে মেট্রো বিভ্রাট, আতঙ্কের ১৫ মিনিট কাটল সুড়ঙ্গে

শুধু ‘জলি এলএলবি-২’ নয়। গতবছর অক্কি অভিনীত ‘রুস্তম’, ‘এয়ারলিফ্ট’, ‘হাউসফুল-৩’ বক্সঅফিসে যেমন জমিয়ে ব্যবসা করেছে। তেমনই অক্ষয়ের অভিনয় আরও মুগ্ধ করেছে তাঁর ভক্তদের। আর এই সাফল্য দর্শকের প্রতি তাঁর দায়িত্ব যে আরও বাড়িয়ে দিচ্ছে, সে কথা খুব ভালভাবেই জানেন বলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। তাই বোধহয় এবার ছবি বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি খুতখুঁতে হতে চান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement