অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সন্ধের পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের একাংশ। কম্পন অনুভূত হয় দার্জিলিং (Darjeeling), সিকিমে (Sikkim)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিশেষ খবর নেই। যদিও আচমকা কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাহাড়বাসীর মধ্যে। আফটারশকও অনুভূত হয় বেশ কয়েকবার।
সূত্রের খবর, রবিবার সাড়ে ৮টা নাগাদ আচমকা কেঁপে (Earthquake) ওঠে দার্জিলিং, সিকিমের পার্বত্য অঞ্চল। জানা গিয়েছে, পূর্ব সিকিমের কাছে কম্পনের উৎপত্তিস্থল। রাজধানী গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্র। সেখান থেকেই কেঁপে উঠেছে মাটি। প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। পাহাড়ের বাসিন্দারা বেশ ভালই তা টের পেয়েছেন। শিলিগুড়ি অর্থাৎ সমতলে সেভাবে কম্পন টের পাওয়া যায়নি বলে জানাচ্ছেন বাসিন্দারা। যদিও এর জেরে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও অজানা। যদিও আবহাওয়া কর্তাদের অনুমান, ৪ মাত্রার কম্পনে বিশেষ ক্ষতি হবে না।
[আরও পড়ুন: ভরা বাজারে পেয়ারা বিক্রি করলেন মুর্শিদাবাদের ASP! দোকানিকে না চিনে কিনলেন অনেকেই]
এমনিতে বর্ষার মরশুমে পাহাড়ি এলাকার মাটি আলগা হয়ে ধস নামা প্রায় নিত্যদিনের ব্যাপার। এর জন্য দুর্ঘটনাও ঘটে অনেক সময়ে। আর এবার ধসের দোসর হয়ে এল ভূমিকম্প। গ্যাংটকের পার্শ্ববর্তী অঞ্চলের মাটি কেঁপে ওঠায় ভয় পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। দার্জিলিং পার্বত্য এলাকাতেও একই পরিস্থিতি। কোথায় কতটা ক্ষতি হয়েছে, দিনের আলো না ফুটলে তা বোঝা যাবে না, এমনই মনে করছেন স্থানীয়রা। রাতে আফটারশকের আশঙ্কা করছেন তাঁরা।