সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানে (Mohun Bagan) কোচিং করতে এসে প্রথম মরশুমেই দ্বিমুকুট জয়। সামনে সুপার কাপ, সেখানেও ফেভারিট হিসাবে নামবে মোহনবাগান। কিন্তু যার অধীনে এই সাফল্য সেই জোসে মোলিনা (Jose Molina) কি পরের মরশুমেও সবুজ-মেরুন কোচ থাকবেন? একটা সংশয় এখনও রয়ে গিয়েছে। মোলিনা নিজেও সেই সংশয় পুরোপুরি দূর করলেন না।

আইএসএল শিল্ডের পর আইএসএল কাপ জয়। তাহলে কি এটাই কোচিং কেরিয়ারের সেরা সময়? এই তত্বে বিশ্বাসী নন মোলিনা (Jose Molina) । তিনি বলছেন, 'প্রতিদিন আমি শিখি। কীভাবে আরও ভালো করা যায়। আগামীতে আরও ভালো করতে পারি। প্রতিদিন আমি কোনও না কোনও ভুল করি এবং সেখান থেকে শিক্ষা নিই। আপাতত আজকের মুহূর্তটা আমার কাছে সেরা। আশা করি কালকের দিনটা আরও ভালো যাবে।" সামনেই সুপার কাপ। যদিও তা নিয়ে এখনই ভাবতে চান না মোলিনা। আপাতত ফুটবলারদের কয়েকটি দিন বিশ্রাম দিচ্ছেন মোলিনা।
এই মরশুমের সাফল্য প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরও। আগামী মরশুমে মোহনবাগানের (Mohun Bagan) লড়াইটা হবে মেহনবাগানেরই সঙ্গে। এই প্রসঙ্গে শুনে হাসলেন তিনি। তৃপ্তির হাসি। আগামী মরশুমে কোচ থাকবেন কি? প্রশ্নের উত্তরে বললেন, "আমার সঙ্গে ক্লাবের চুক্তি ছিল এক বছরের। কথা হয়েছিল, যদি লিগ-শিল্ড বা কাপ জিততে পারি তা হলে আরও এক বছর চুক্তি বাড়বে। দুটোই জিতেছি। এ বার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি ওরা আমাকে রাখতে চায় কি না।" সঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ সংযোজন, "আশা করি রাখবে।"
সরাসরি তিনি থাকছেন সেটা না বললেও মোলিনার শরীরী ভাষায় বোঝা গিয়েছে ম্যানেজমেন্টের তরফে তিনি ইঙ্গিত পেয়ে গিয়েছেন। পরের মরশুমে তাঁর সবুজ-মেরুনে থাকা নিয়ে বিশেষ সংশয় হয়তো নেই। শনিবারই যেমন ম্যাচের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মোলিনাকে জড়িয়ে ধরলেন সঞ্জীব গোয়েঙ্কা স্বয়ং। বেশ কিছুক্ষণ কথাও হয় তাঁদের মধ্যে। কী কথা হল তা বোঝা না গেলেও, কোচের পারফরম্যান্সে যে সঞ্জীব গেয়েখা দারুণ খুশি তা বলার অপেক্ষা রাখে না।