shono
Advertisement

এগিয়ে থেকেও অধরা জয়, কুয়াদ্রাতের সামনেই ইস্টবেঙ্গলকে আটকে দিল বিএসএস

তুহিন দাস লাল কার্ড দেখায় ১০ জনে নেমে যায় ইস্টবেঙ্গল।
Posted: 05:32 PM Jul 24, 2023Updated: 07:37 PM Jul 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল হজম করার সেই পুরনো রোগ। আর তার জেরে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারল না ইস্টবেঙ্গল। লাল-হলুদ ও বিএসএস-এর ম্যাচ শেষ হল ১-১ গোলে। কলকাতা লিগে এটা দ্বিতীয় ড্র ইস্টবেঙ্গলের। রেনবোর বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল লাল-হলুদ। এবার এগিয়ে থেকেও ড্র করল ইস্টবেঙ্গল। 

Advertisement

খেলার শেষ লগ্নে লুকিয়ে ছিল যত চমক। ৯০ মিনিটে দীপ সাহা গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। সমর্থকরা ধরেই নিয়েছিলেন দীপ সাহার গোলেই জিতবে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু অতিরিক্ত সময়ে বিএসএস-এর সৌরভ সেন সমতা ফেরান ম্যাচে। লাল-হলুদ গোলকিপারের ভুলে গোল হজম করতে হয় দলকে। বল বিপন্মুক্ত করার জন্য নিশাদ বেরিয়ে এসেছিলেন। কিন্তু বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি। সুযোগ বুঝে সৌরভ  সেন ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন। ম্যাচের সেরা হন সৌরভ সেন। 

[আরও পড়ুন: ‘ভারতীয় ক্রিকেটের বদনাম করেছে হরমনপ্রীত’, অধিনায়ককে তোপ বিশ্বকাপজয়ী তারকার

এদিকে ভোররাতে কলকাতা পৌঁছন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। দলের নতুন কোচকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন  প্রায় শতাধিক লাল হলুদ সমর্থক। নতুন কোচ শহরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা দেন ভক্তরা। দপুরে স্প্যানিশ কোচ এবং তাঁর সহকারীরা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁর সামনেই ম্যাচ ড্র করল লাল-হলুদ। খেলার ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় তুহিন দাসকে। দশ জনে নেমে যায় ইস্টবেঙ্গল।  ৮৮ মিনিটে বিএসএস-এর লেফট ব্যাক নব কুমার দাসও লাল কার্ড দেখে বেরিয়ে যান। 

[আরও পড়ুন: নো বলে আউট ভারতীয় ব্যাটার? পাকিস্তানের কাছে হারের পর তোলপাড় নেটদুনিয়া]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement