সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু প্রথম ম্যাচে ঝলসে উঠল না লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল ও রেনবো এফসি ম্যাচ শেষ হল গোলশূন্য ভাবে।
খেলা চলাকালীন ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র ঘাড়ে ও পায়ে চোট পান। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রেনবোর বিরুদ্ধে ম্যাচের আগে চোট সমস্যায় জেরবার ছিল ইস্টবেঙ্গল। গোলকিপার আদিত্যর চোট পরের ম্যাচগুলোর আগে চিন্তা বাড়াল লাল-হলুদ শিবিরের।
[আরও পড়ুন: মেসি ম্যানিয়া মার্কিন মুলুকে, দর্শকাসন বাড়াচ্ছে ইন্টার মায়ামি]
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে আটকে গেলেও, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং কিন্তু দুদ্দাড়িয়ে শুরু করেছে কলকাতা লিগ। সাদা-কালো শিবির গতকাল সাত গোল দিয়েছে। মোহনবাগানও পাঁচ গোল দিয়েছে।
সেই নিরিখে বিচার করলে ইস্টবেঙ্গল কিন্তু সেভাবে উজ্জ্বল নয়। অবশ্য দিল্লি এখনও অনেক দূর। সবে লিগ অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। সমর্থকরা প্রিয় দলের কাছ থেকে সেরাটা দেখার আশায় বুক বাঁধছেন।