ইস্টবেঙ্গল: ১ (মহেশ)
মুম্বই: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি ম্যাচের আগে খানিকটা অক্সিজেন পেল ইস্টবেঙ্গল (East Bengal)। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটিকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফিরল লাল হলুদ ব্রিগেড। হাফটাইমের পর মহেশের গোলেই ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট নিশ্চিত হল। শনিবার ডার্বি ম্যাচের আগে স্টিভন কনস্ট্যানটাইনের চিন্তা খানিকটা কমাবে ডিফেন্সের পারফরম্যান্স।
মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে কখনও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে আনবে লাল হলুদ ব্রিগেড, অতি বড় সমর্থকও তা আশা করতে পারেননি। চলতি আইএসএলে (ISL) মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ হেরেছিল কনস্ট্যানটাইনের দল। তবে রবিবারের ম্যাচে সেই লজ্জার শাপমুক্তি ঘটাল মশালবাহিনী। আইএসএলের ইতিহাসে প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল ইস্টবেঙ্গল।
[আরও পড়ুন: বিশ্রী পারফরম্যান্সের পরও বাকি ২ টেস্টে ভারতীয় দলে রাহুল, ঘোষিত ওয়ানডে স্কোয়াডও]
কার্ড নিয়ে চিন্তা সত্বেও দলের প্রধান অস্ত্র ক্লেটন সিলভাকে রেখেই দল গড়েন কনস্ট্যানটাইন। তবে ঘরের মাঠে ম্যাচ হলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় মুম্বই। বল পজেশনে অনেক এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলের ডিফেন্সে ধাক্কা খায় বিপিন সিংদের আক্রমণ। তবে ৩১ মিনিটে চাংতের শট দুরন্ত সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার। তবে প্রথমার্ধে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি লাল হলুদ ব্রিগেড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে গোল এল নাওরেম মহেশের পা থেকে। সুহেরের ক্রস থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন তরুণ মিডফিল্ডার। গোল খাওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই। একাধিক বার অসাধারণ সেভ করেন কমলজিৎ। এগিয়ে যাওয়ার পরেও গোলের চেষ্টা করতে থাকে লাল হলুদও। তবে আর গোল করতে পারেনি দুই দলের কেউই।