সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ (Durand Cup 2023) ফাইনালের হারের পরে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) নিশানায় কি মোহনবাগান (Mohun Bagan)? হয়তো তাই। নাহলে কেন ইস্টবেঙ্গল কোচ বলবেন, ”ডুরান্ড কাপে ২৪টি দল অংশ নিয়েছে। ২৩ টি দলের জন্য এক নিয়ম ছিল। মোহনবাগানের জন্য অন্য নিয়ম। মোহনবাগান ৩৪ জন প্লেয়ার নিয়ে খেলেছে ডুরান্ড কাপ।”
বার্সেলোনার শিক্ষার্থী কুয়াদ্রাত। মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোও তাই। সবুজ-মেরুন কোচ এদেশের কোচিংয়ে আসার পর থেকে সাফল্য পেয়েছেন। আইএসএল জিতেছেন। ডুরান্ড কাপ জিতলেন ফেরান্দো। সেই প্রসঙ্গে কুয়াদ্রাত বলছেন, ”ফেরান্দো ওর কাজ করছে। গুরুত্বপূর্ণ একটা দলকে কোচিং করাচ্ছে। আইএসএল জিতেছে গতবছর। বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালে পেনাল্টিতে সমতা ফিরিয়েছে। তার পরে ম্যাচটা জিতেছে টাইব্রেকারে। আজ আমাদের ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছে। তার অর্থ ওদের সঙ্গে আমাদের পার্থক্য খুব একটা নেই।”
[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]
পেত্রাতোস যখন গোল করেন, তখন ১০ জনে নেমে গিয়েছিল মোহনবাগান। নিমেরিক্যাল অ্যাডভান্টেজ ছিল ইস্টবঙ্গলের সঙ্গে। তবুও গোল হজম করার পরে সমতা ফেরাতে পারেনি লাল-হলুদ শিবির। সেই প্রসঙ্গে কুয়াদ্রাত হেলেনিও হেরেরার প্রসঙ্গ উত্থাপ্পন করে বলেন, ”উইথ টেন প্লেয়ার্স আওয়ার টিম প্লেজ বেটার দ্যান উইথ ইলেভেন। কখনও কখনও দশ জনের দল ভাল খেলে।” কুয়াদ্রাত বলতে চাইলেন, এগারো জনের মোহনবাগানের থেকে দশ জনের মোহনবাগান ভাল খেলেছে।