shono
Advertisement

যুব ডার্বিতে দাপট ইস্টবেঙ্গলের, ঘরের মাঠে চার গোল খেল মোহনবাগান

অফসাইডের জন্য ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল হয়।
Posted: 01:28 PM Dec 16, 2023Updated: 01:35 PM Dec 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে বড়দের ডার্বি এখনও হয়নি। কলকাতা লিগেও ইস্ট-মোহনের ডার্বির বলই গড়ায়নি। কিন্তু অনূর্ধ্ব ১৭ ইউথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল প্রাধান্য দেখাল। ছোটদের ডার্বিতে শনিবার  ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারাল মোহনবাগানকে। আরও একটি গোল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
ইস্ট-মোহনের ম্যাচটি ছিল মোহনবাগান মাঠে। সেই ম্যাচে লাল-হলুদ শিবিরের হয়ে গোলগুলো করে গুণরাজ গ্রেওয়াল, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া এবং  দেবজিৎ রায়।  

Advertisement

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

ছোটদের ডার্বির আগে দুদলের প্রস্তুতি নিয়ে চিন্তায় ছিলেন ইস্ট ও মোহনের কোচ। দুই কোচই চাইছিলেন, এই ম্যাচটা আরও কয়েকটা ম্যাচের পরেই ভালো হয়। তাহলে খেলা আরও ভালো হবে। ইউনাইটেড স্পোর্টসকে ০-১ গোলে হারিয়ে এদিনের ডার্বিতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারায়  মহামেডান স্পোর্টিংকে। 
শনিবার অবশ্য শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট দেখা গিয়েছে। খেলা যত গড়িয়েছে, গোল সংখ্যাও বাড়িয়েছে লাল-হলুদ শিবির। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে গুণরাজ। 

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement