shono
Advertisement

বাগানের দুই কর্তাকে শোকজ করল আইএফএ

মোহনবাগান সহ সচিব সৃঞ্জয় বোস সিএফএল-এর সিদ্ধান্ত ও আইএফএ সচিবের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ The post বাগানের দুই কর্তাকে শোকজ করল আইএফএ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:27 AM Sep 21, 2016Updated: 10:01 PM Sep 20, 2016

স্টাফ রিপোর্টার: ঘরোয়া লিগের না হওয়া বড় ম্যাচের তিন পয়েন্ট প্রত্যাশিতভাবেই ইস্টবেঙ্গলকে দেওয়ার সিদ্ধান্ত নিল আইএফএ-র লিগ সাব কমিটি৷ তবে ম্যাচ না খেলা জন্য বাগানের দুই পয়েন্ট এখনই কেড়ে নেওয়া হল না৷ যদিও সেটা শুধু লিগ শেষ হওয়ার অপেক্ষা বলেই ইঙ্গিত দিয়ে রাখা হল৷ কিন্তু কোপের মুখে পড়লেন মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এবং অর্থ-সচিব দেবাশিস দত্ত৷ তবে আশ্চর্যজনকভাবে আইএফএ ও রেফারিদের বিরু‌দ্ধে মন্তব্য করেও অভিযোগ উঠল না ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার ও অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরু‌দ্ধে৷

Advertisement

বড় ম্যাচের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার দ্বিতীয়বার বৈঠকে বসেছিল লিগ সাব কমিটি৷ বিভিন্ন খবরের কাগজের কাটিং ও টিভি চ্যানেলের ফুটেজ দেখার পর কমিটির তরফে জানানো হয়, সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত আইএফএ-র কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন৷ সোমবার চিঠি দিয়ে তাদের শোকজ করা হবে৷ উত্তর দেওয়ার জন্য তাঁরা দিন সাতেক সময় পাবেন৷

মোহনবাগান সহ সচিব সৃঞ্জয় বোস সিএফএল-এর সিদ্ধান্ত ও আইএফএ সচিবের মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি৷ শুধু বলেন, “আগে চিঠি পাই, তারপর যা বলার বলব৷” তবে অর্থসচিব দেবাশিস দত্ত ফের একহাত নিলেন আইএফএ-কে৷ “আইএফএ নিজেই প্রমাণ করে দিল আমরা ঠিক বলেছিলাম৷ ওই একই ম্যাচের আগে একজন বলেছিলেন, রেফারি ম্যানেজ করতে পারলে আমরা খেলব৷ আরেকজন আবার আইএফএ-কে মেরুদণ্ডহীন বলেছিলেন৷ তাঁদের কিছু হল না৷ চিঠি পাচ্ছে মোহনবাগানের দুই কর্তা৷”

The post বাগানের দুই কর্তাকে শোকজ করল আইএফএ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement