shono
Advertisement
East Bengal

এসিএল-২তে স্বপ্নভঙ্গ, ঘরের মাঠে হেরে মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের

লাল-হলুদের স্বপ্ন ভেঙে দিল তুর্কমেনিস্তানের অলটিন আসির।
Published By: Anwesha AdhikaryPosted: 09:18 PM Aug 14, 2024Updated: 10:26 PM Aug 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ বছর পরে এএফসি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ম্যাচ জিতে এসিএল-২র গ্রুপ পর্বে খেলার হাতছানিও ছিল। কিন্তু লাল-হলুদের স্বপ্ন ভেঙে দিল তুর্কমেনিস্তানের অলটিন আসির। এএফসির চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্যায়ে আর খেলা হল না ইস্টবেঙ্গলের। তবে এদিন হারলেও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পাবে লাল-হলুদ। 

Advertisement

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ের আগে অবশ্য তুর্কমেনিস্তানের এই ক্লাবের কাছে দু’বার হেরেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। অন্যদিকে, গত পাঁচ ম্যাচে বিপক্ষকে মোট ১৮ গোল দিয়ে এসেছিল অলটিন আসির। তুর্কমেনিস্তানের অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে অবশ্য প্রথম একাদশে একাধিক তারকা ফুটবলারকে রেখেছিলেন কুয়াদ্রাত। হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।  

[আরও পড়ুন: নীরজ চোপড়ার সঙ্গে প্রেম করছেন? জল্পনার মধ্যেই মুখ খুললেন মনু]

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মাত্র ৭ মিনিটের মাথায় গোল করেন ডেভিড। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-হলুদ শিবির। ১৭ মিনিটে অলটিনের হয়ে সমতা ফেরান মিরাট আনাইভ। ১০ মিনিটের মাথায় ফের গোল অলটিনের, এবার নায়ক নুরমিরাদব সেলিম। ১-২ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইস্টবেঙ্গল। 

এগিয়ে থাকা সত্ত্বেও বিরতির পরে জয়ের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে অলটিন। ৫২ মিনিটে ফের গোল করেন তুর্কমেনিস্তানের ক্লাবের মিহাইল। ৫৯ মিনিটে অবশ্য অনবদ্য গোল করে ব্যবধান কমান সল ক্রেসপো। শেষ দিকে এসে একটি সহজ ফ্রি কিক থেকে গোলের সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে। তবে লাভ হয়নি। ৩-২ ফলে হেরে এসিএল-২র গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। তবে এবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে লাল-হলুদ ব্রিগেড। 

[আরও পড়ুন: দলীপে একঝাঁক তারকা ক্রিকেটার, আশা জাগিয়েও নেই বিরাট-রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ের আগে অবশ্য তুর্কমেনিস্তানের এই ক্লাবের কাছে দু’বার হেরেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত।
  • ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মাত্র ৭ মিনিটের মাথায় গোল করেন ডেভিড।
  • এগিয়ে থাকা সত্ত্বেও বিরতির পরে জয়ের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে অলটিন। ৫২ মিনিটে ফের গোল করেন তুর্কমেনিস্তানের ক্লাবের মিহাইল।
Advertisement