shono
Advertisement

ঘোষিত ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর স্থগিত হওয়া ম্যাচের দিন

প্রকাশ্যে সুপার কাপের সূচিও। The post ঘোষিত ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর স্থগিত হওয়া ম্যাচের দিন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Feb 11, 2019Updated: 09:24 PM Feb 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইএসএলের সেমিফাইনাল আর ফাইনালের মধ্যেই সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড করার কথা জানিয়ে দল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মূলপর্ব শুরু হবে ২৯-৩০ মার্চ। কোয়ালিফাইং রাউন্ড হওয়ার সম্ভাবনা ১৪-১৫ মার্চ। দু’দিনে শেষ হবে চারটি ম্যাচ।

Advertisement

এবারও সুপার কাপ হবে ভুবনেশ্বরে। গতবারের নিয়মেই এবারও হবে সুপার কাপের গ্রুপ বিন্যাস। চারটি নয়, আইএসএল আর আই লিগের প্রথম ৬টি দল খেলবে মূলপর্বে। শেষের চারটি দল খেলবে কোয়ালিফাইং রাউন্ড। মোহনবাগান সুপার কাপ নিয়ে ভাবলেও, ইস্টবেঙ্গলে এনিয়ে তেমন কোনও চিন্তা নেই। কোচ থেকে ফুটবলার, প্রত্যেকে তাকিয়ে আই লিগে চ্যাম্পিয়নশিপের দিকে। প্রবল তুষারপাতের কারণে রিয়েল কাশ্মীর ম্যাচ স্থগিত হওয়ায় অনেকের ধারণা, সামান্য হলেও সুবিধা পেল ইস্টবেঙ্গল।

[জাতীয় পতাকাকে এভাবেই মর্যাদা দিতে হয়, শেখালেন ধোনি]

তবে মঙ্গলবারই ফেডারেশনের তরফে স্থগিত হওয়া ম্যাচের দিন ঘোষণা করা হল। জানা গেল, আগামী ২৮ ফেব্রুয়ারি কাশ্মীরেই হবে ওই ম্যাচ। একই দিনে হবে আইজল বনাম গোকুলামের স্থগিত ম্যাচটিও। শেষ রাউন্ডের আগেই স্থগিত ম্যাচের দিন ঠিক করে ফেলতে চেয়েছিল ফেডারেশন। সেই মতো মনে করা হয়েছিল, ২৭ অথবা ২৮ তারিখ হতে পারে খেলা। মঙ্গলবার ২৮ তারিখকেই ম্যাচের দিন হিসেবে বেছে নেওয়া হল। তবে এই মুহূর্তে লাল-হলুদ শিবিরে রিয়েল কাশ্মীরকে নিয়ে ভাবনা চিন্তা নেই। রয়েছে লাজং ম্যাচের চিন্তা। পরের ম্যাচে যাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা। তবে দলে সামান্য হলেও চিন্তার খবর, কোলাডোর ঘাড়ে চোট। নেরোকা ম্যাচে ঘাড়ে সামান্য চোট পান তিনি। তবে মঙ্গলবার দলের প্র্যাকটিসে হাজির ছিলেন তিনি। লাজং ম্যাচেও তিনি খেলবেন বলেই খবর।

The post ঘোষিত ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর স্থগিত হওয়া ম্যাচের দিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement