সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দেড়েক কেটে গেলেও ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মনে দগদগে ওড়িশা এফসি ম্যাচের স্মৃতি। ২ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে ম্যাচ হারা, তাও আবার ঘরের মাঠে। একটা অর্ধে কীভাবে আমূল বদলে গেল লাল-হলুদ ফুটবলারদের পারফরম্যান্স, সেই উত্তর সম্ভবত এখনও খুঁজছেন সমর্থকরা।
সেই আবহেই শনিবার ফের ওড়িশা এফসির (Odisha FC) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএলে (ISL) দুই প্রতিবেশী রাজ্যের দুই দলের মুখোমুখি হওয়া মানেই গোলের বন্যা- সেই মিথ মিথ্যে হয়নি শেষ সাক্ষাতেও। তবে সেই কথা মাথায় রাখছেন না কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine), “ওই ম্যাচের পর এক-দেড় মাস কেটে গিয়েছে। এখন আর ওই ম্যাচ নিয়ে ভেবে লাভ নেই। শুধু ওড়িশা ম্যাচই নয়, অনেক ম্যাচেই আমরা ভুল করছি। লিগে যত ভুল করার কথা, তার থেকে বেশি ভুলই করছি আমরা। আমরা নতুন দল ঠিকই, তবে এতটাও নতুন নয় যে এমন সব ভুল করব। আরও কয়েকটা ম্যাচে পয়েন্ট পাওয়া উচিত ছিল। ব্যক্তিগত ভুলে পয়েন্ট হাতছাড়া হয়েছে।”
[আরও পড়ুন: ‘আমার প্রতি ওদের আচরণ ভাল নয়’, বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই পোস্ট সানিয়ার]
শেষ পাঁচ ম্যাচে ১১ গোল হজম করেছে লাল-হলুদ ডিফেন্স। যদিও স্টিফেনের বক্তব্য, “সব দলই ক্লিনশিট রেখে ম্যাচ জিততে চায়। আমরাও ব্যতিক্রম নই। তবে দল জিতলে আর গোল খাওয়া নিয়ে মাথা ঘামাই না।”
আইএসএলে এখনও টানা ২ ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। ফলে শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পাওয়া জয়ের ধারা ধরে রাখা বড় চ্যালেঞ্জ ক্লেটন সিলভা, নাওরেম মহেশ সিংদের জন্য। তবে শেষ ২ ম্যাচেই হেরেছে ওড়িশা, এই তথ্য একটু হলেও আত্মবিশ্বাসী করবে স্টিফেনের দলকে। ওড়িশা ম্যাচে নেই গোলকিপার কমলজিৎ সিং। চোট সারিয়ে ম্যাচ ফিট হননি তিনি। তাঁকে ছাড়াই শুক্রবার সন্ধ্যায় ভুবনেশ্বর উড়ে গেল দল। খেলা নিয়ে প্রশ্ন থাকলেও দলের সঙ্গে গিয়েছেন চারালাম্বোস কিরিয়াকু।
(আজ আইএসএলে- ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল
সন্ধ্যা ৭.৩০, ভুবনেশ্বর, স্টার স্পোর্টস ৩)