স্টাফ রিপোর্টার: আইএসএলের (ISL 2022-2023) অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে মাটি ধরিয়ে তিন পয়েন্ট নিয়ে ফিরেছিল ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে সুনীল ছেত্রীদের মুখোমুখি হওয়ার আগে সেটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে।
গতবারের মতো এবারও হারের হ্যাটট্রিকের ভ্রুকুটি মাথায় নিয়েই এদিন বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। যদিও শেষ সাক্ষাতের ফল মাথায় রেখে কোচ স্টিফেন বলছেন, “বেঙ্গালুরুর মতো দলকে হারালে আত্মবিশ্বাস পাওয়া যায়। কারণ ওরা লিগের অন্যতম সেরা দল। ওদের হারানো সহজ নয়। এবার ঘরের মাঠে খেলা। গ্যালারিতে আমাদের সমর্থকরা থাকবেন, সেটাও দলের পক্ষে যাবে বলে আমি আশাবাদী।”
[আরও পড়ুন: ‘আমার সঙ্গে একমঞ্চে বসতে চাননি’, বন্দে ভারতের সূচনায় স্লোগান বিতর্কে মমতাকে খোঁচা শুভেন্দুর]
ইস্টবেঙ্গলের (East Bengal) মতো লিগে বেঙ্গালুরুর অবস্থাও বেশ নড়বড়ে। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ জিতলেও আইএসএলে লিগ টেবিলের নিচের দিকেই পড়ে রয়েছে সাইমন গ্রেসনের দল। তবে বেঙ্গালুরু ম্যাচের আগে চোট সমস্যা রয়েছে লাল-হলুদ শিবিরে। গোড়ালিতে চোটের জন্য এদিনও অনুশীলন করেননি গোলকিপার কমলজিৎ সিং। তাঁর পরিবর্তে শুভম সেন খেলতে পারেন শুরু থেকে। তবে চোট কাটিয়ে ফিরছেন জর্ডন ও’ডোহার্টি।
এদিকে, ঘরের মাঠে এফসি গোয়া-বধের পর বছর শেষে ফুরফুরে মেজাজে মোহনবাগান (Mohun Bagan)। পরের ম্যাচে মুম্বই সিটি এফসির মুখোমুখি হওয়ার আগে সপ্তাহ দুয়েক আছে হাতে। গোয়া ম্যাচের পর দু’দিন দলকে ছুটি দিয়েছেন। তারপরও অবশ্য সরাসরি অনুশীলন শুরু হবে না। বরং তিনদিন মেডিক্যাল রিহ্যাবের পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচ ফেরান্দোর। এর মধ্যেই কেরালা ব্লাস্টার্স থেকে মিডফিল্ডার পুইতিয়াকে সই করাল মোহনবাগান। জানুয়ারি মাসেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
আজ এইএসএলে
ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি
সন্ধে ৭.৩০, যুবভারতী ক্রীড়াঙ্গন, স্টার স্পোর্টস ৩