সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামেডান স্পোর্টিংয়ের কাছে হার এখন অতীত ইস্টবেঙ্গল (East Bengal) কোচ বিনো জর্জের জন্য। সেই ফলাফল ভুলে মঙ্গলবারের খিদিরপুর এসসি ম্যাচে ফোকাস করছেন লাল-হলুদ রিজার্ভ স্কোয়াডের হেডস্যর। অবশ্য শুধু নিজেদের ম্যাচ নয়, লিগ জয়ের দৌড়ে থাকা মহমেডান ও ডায়মন্ডহারবারের লড়াইয়ের দিকেও নজর রাখবেন তিনি।
সোমবার অনুশীলন শেষে বিনো বলছিলেন, “আমরা এখনও লিগ জয়ের অন্যতম দাবিদার। সেই দৌড়ে টিকে থাকার লক্ষ্য নিয়েই খিদিরপুরের বিরুদ্ধে নামব। যে কোনও মূল্যে ম্যাচটা জিততে হবে আমাদের। পাশাপাশি মহামেডান বনাম ডায়মন্ডহারবার ম্যাচের ফলও লিগ টেবিলে প্রভাব ফেলবে। তবে ওই ম্যাচে কী হবে তা তো আর আমি নির্ধারণ করতে পারব না, পুরোটাই ঈশ্বরের হাতে। তাই কাল আমি শুধু আমাদের পারফরম্যান্সের উপর ফোকাস করছি।”
[আরও পড়ুন: Smriti Mandhana: ‘দেবি মান্ধানা’! ভারতের তারকার টানে গ্যালারিতে চিনা সমর্থক, ছবি ভাইরাল]
১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। লিগের প্রথম পর্বে একটা ম্যাচও হারেননি বিনোর ছেলেরা। কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শুরুতেই ব্যর্থতার সাক্ষী হয়েছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ খিদিরপুরের অবস্থাও ভাল নয়, এই রাউন্ডে দু’ম্যাচে ৮ গোল হজম করেছে তারা। লিগে এর আগেও খিদিরপুরের বিরুদ্ধে জিতেছেন বিনোরা। সেই সময়ের অনেক ফুটবলার এবং কোচ সায়ন্তন দাস রায় দল ছাড়ার ফলে আরও দুর্বল হয়েছে খিদিরপুর।
তাই মঙ্গলবার জয়ের সঙ্গে গোলপার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগও রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু সেই সুযোগ লাল-হলুদ আদৌও নিতে পারবে কি না সেটাই প্রশ্ন। কারণ লিগে দলের দুই সর্বোচ্চ গোলদাতা আমন সিকে ও অভিষেক কুঞ্জম চোটে অনিশ্চিত। পাশাপাশি ডিফেন্সে অতুল উন্নিকৃষ্ণণ ও আদিল অমলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন রয়েছে। আবার সোমবার আইএসএলে ম্যাচ থাকায় সিনিয়র দল থেকে খুব বেশি ফুটবলার নিতেও পারবেন না বিনো।
এই অবস্থায় ঘরের মাঠে খিদিরপুরের মুখোমুখি হওয়ার আগে বিনোকে স্বস্তি দিচ্ছে জেসিন টিকে, মহম্মদ রোশালদের পারফরম্যান্স। প্রথম পর্বের শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছেন জেসিন। মহামেডান ম্যাচেও তিনি নামার পর আক্রমণে ঝাঁঝ বাড়ে। পাশাপাশি চোট সারিয়ে ফিট হয়েছেন লাল-হলুদ মাঝমাঠের ভরসা দীপ সাহাও। মঙ্গলবার খেলতে পারেন তিনিও। তবে সন্তোষ ট্রফির জন্য বাংলার শিবিরে থাকায় এদিন ইস্টবেঙ্গলের অনুশীলনে ছিলেন না দীপ।
আজ কলকাতা লিগে-ইস্টবেঙ্গল বনাম খিদিরপুর
ইস্টবেঙ্গল মাঠ
ডায়মন্ডহারবার এফসি বনাম মহামেডান
কিশোরভারতী স্টেডিয়াম
সব খেলা দুপুর ৩.০০ থেকে, সরাসরি ইনস্পোর্টস ডট টিভি-তে