সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ (Durand Cup) পর্ব মিটিয়ে ফের কলকাতা লিগে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের টিকিট আগেই পেয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি তাদের গ্রুপ শীর্ষে থাকার বিষয়টিও একপ্রকার নিশ্চিত। তবে গ্রুপে পাওয়া পয়েন্ট কাজে লাগবে পরের রাউন্ডেও। তাই জর্জের বিরুদ্ধে পূর্ণশক্তির দলই নামাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।
একই সঙ্গে সিনিয়র দলে নিয়মিত খেলার সুযোগ না পাওয়া ফুটবলারদের লিগে ম্যাচ টাইম দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। এমনিতে সিনিয়র দলকে পাঁচদিনের ছুটি দিয়েছেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে ছুটি নেই দলের অধিকাংশ ভারতীয় ফুটবলারের। সিনিয়র দলের এক ডজন ফুটবলারকে বুধবার সকালে দেখা গেল বিনো জর্জের অধীনে রিজার্ভ স্কোয়াডের সঙ্গে প্র্যাকটিস করছেন ইস্টবেঙ্গল মাঠে। কুয়াদ্রাতের পথ ধরে বিনোও ফুটবলারদের দীর্ঘসময় সেট পিস অনুশীলন করালেন। জর্জের মুখোমুখি হওয়ার আগে তিনি বলছেন, “এই ম্যাচের আগে অনেকটা বিরতি থাকায় ফুটবলাররা তরতাজা হয়ে নামবে।”
[আরও পড়ুন: ২০ বছর বাদে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই রোনাল্ডো, লড়াইয়ে মেসি-এমবাপেরা]
যদিও আমন সিকে-কে নিয়ে এদিন ছোটখাট নাটকই হয়ে গেল ইস্টবেঙ্গলে। লিগে দুরন্ত ফর্মে থাকা এই মালয়ালি উইঙ্গার সিনিয়র দলে ঢোকারও দাবিদার। কার্ড সমস্যায় জর্জের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। আর সেকথা জানতেনই না বিনো! তাঁকে দলে রেখেই এদিন ট্যাকটিক্যাল প্র্যাকটিস করালেন তিনি। অনুশীলন শেষে বিষয়টি জানার পর রীতিমতো বিস্মিত বিনো। বলে গেলেন, “আমন নেই! তবে তো আমাদের নতুন করে পরিকল্পনা তৈরি করতে হবে।” আমন বলছেন, “আমি তো ভেবেছি, কোচ জানেন বিষয়টি!” এর বাইরে গোলে আদিত্য পাত্র, ডিফেন্সে মহম্মদ রাকিপ, অতুল উন্নিকৃষ্ণণ, আদিল অমল, নিরঞ্জন মণ্ডল, মাঝমাঠে সৌভিক চক্রবর্তী, মোবাশির রহমান, ভনলালপেকা গুইতে এবং আক্রমণে মহম্মদ রোশাল ও জেসিন টিকে প্রথম দলে থাকবেন। আমনের পরিবর্তে খেলতে পারেন সুহের ভিপি।
গতবার কলকাতা লিগে একটা ম্যাচ স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি মোবাশিরের। আবার চার বছর আগে শেষবার লিগের ম্যাচ খেলেছিলেন সুহের। মাঠে নামতে মুখিয়ে আছেন দু’জনেই। এদিন সিনিয়র দলের তুহিন দাস, গুণরাজ সিং গ্রেওয়াল, জুলফিকার গাজিরা হাজির ছিলেন অনুশীলনে। দলের সঙ্গে যোগ দিয়েই ফিটনেস ট্রেনিং শুরু করেছেন অজয় ছেত্রীও। তবে জর্জের বিরুদ্ধে অজয়ের খেলার সম্ভাবনা নেই। এদিকে, শেষ ম্যাচে নামার আগে বেজায় চাপে জর্জ। ইস্টবেঙ্গলের কাছে হারলে অবনমন রাউন্ডে খেলতে হবে তাদের।