ইস্টবেঙ্গল- ৩ ইস্টার্ন রেল- ০
(মুশারফ, আমন সিকে, জেসিন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ইস্টবেঙ্গল। কলকাতা লিগে লাল-হলুদ শিবির ৩-০ গোলে হারাল ইস্টার্ন রেলকে। সেই সঙ্গে লিগে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। এই ম্যাচ জেতার ফলে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট লাল-হলুদের। তিনটি গোলই খুব সুন্দর। এমন গোল দেখার জন্যই তো একশো মাইল হাঁটা যায়। ইস্টার্ন রেল ৩৩ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল লাল-হলুদ শিবিরকে। কিন্তু তার পরই যাবতীয় প্রতিরোধ ভেঙে যায়।
ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মুশারফ। নিজেদের মধ্যে পাস খেলে খেলে আক্রমণ তৈরি করে লাল-হলুদ ইস্টার্ন রেলের পেনাল্টি বক্সের সামনে মুশারফ বল ধরে ইস্টার্ন রেলের ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত গোল করেন মুশারফ। দ্বিতীয় গোলটিও দেখার মতো। আমন সিকে ওয়ান-টু খেলে ইস্টার্ন রেলের জাল কাঁপিয়ে দেন।
[আরও পড়ুন: মনুর সঙ্গে অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন কে? জানিয়ে দিল আইওএ]
ইস্টবেঙ্গল পজেশনাল ফুটবল খেলে। নিজেদের মধ্যে একাধিক পাস খেলে বল নিজেদের নিয়ন্ত্রণেই রেখে দেয়। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোল হয় মাত্র একটি। গোলটি করেন জেসিন। তবে লাল-হলুদের এই দলে মশলা অনেক বেশি। আক্রমণে বৈচিত্র্য রয়েছে। জেসিন, আমন, আজাদ, তন্ময় সবাই দারুণ দক্ষতাসম্পন্ন খেলোয়াড়। তাঁদের দাপটেই হারিয়ে গেল ইস্টার্ন রেল। ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে আক্রমণ তুলে নিয়ে যেতে ব্যর্থ ইস্টার্ন রেল। অথচ এই ইস্টার্ন রেল থেকেই অতীতে উঠে এসেছেন একাধিক অলিম্পিয়ান। এই ইস্টার্ন রেল দল অবনমনের আওতায় রয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও প্রতিবাদই গড়ে তুলতে পারেনি।
[আরও পড়ুন: ক্রীড়া আদালতে গৃহীত ভিনেশের আবেদন, সওয়াল হরিশ সালভের, পদক পাবেন ভারতীয় কুস্তিগির?]