shono
Advertisement

Breaking News

সাজাপ্রাপ্তদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞায় সমর্থন কমিশনের

এখন কেন্দ্রের মতামতের অপেক্ষায় শীর্ষ আদালত৷ The post সাজাপ্রাপ্তদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞায় সমর্থন কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:03 AM Mar 20, 2017Updated: 06:58 PM Jan 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বছর কিংবা তার বেশি সাজাপ্রাপ্তদের আজীবন ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে সমর্থন জানাল নির্বাচন কমিশন৷ সোমবার এই কথা জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টকে৷ এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও কমিশনের কাছে এই বিষয়ে মতামত চেয়েছিল দেশের শীর্ষ আদালত৷ তারই উত্তরে এদিন এই মতামত পেশ করল কমিশন৷ তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

Advertisement

[উন্নয়নে কোনও পক্ষপাত হবে না, জানালেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ]

জনস্বার্থ এই মামলা দায়ের করেছিলেন অশ্বিনি কুমার উপাধ্যায়৷ দিল্লি বিজেপির মুখপাত্র তিনি৷ দেশের রাজনীতিতে দুর্নীতি ও ক্রিমিনাল কেসে অভিযুক্তদের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ এর প্রতিকার চেয়েই আদালতে পিটিশন দাখিল করেছিলেন৷ বর্তমানে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ছয় বছরের নির্বাসনের পর ফের রাজনীতিতে ফিরতে পারেন৷ কোনও দলের প্রতিনিধিত্ব করে কিংবা দল গঠন করে নির্বাচনে লড়তেও পারেন৷ কিন্তু এই নিয়মে পরিবর্তন চেয়েছেন অশ্বিনি কুমার৷ সাজাপ্রাপ্তদের আজীবন রাজনীতি থেকে নির্বাসন চান তিনি৷

[মিশে যাচ্ছে Idea ও Vodafone, তৈরি হবে দেশের বৃহত্তম নেটওয়ার্ক]

অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, দেশের প্রায় ৩৪ শতাংশ সাংসদই একাধিক অপরাধে অভিযুক্ত৷ যার মধ্যে ২৫ শতাংশের বিরুদ্ধেই আবার খুন, ধর্ষণ, রাহাজানির মতো মামলা রয়েছে৷ সেই কারণেই এ বিষয়ে কমিশন ও সরকারের মতামত জানতে চায় শীর্ষ আদালত৷ নির্বাচন কমিশন নিষেধাজ্ঞার পক্ষে মতামত জানালেও কেন্দ্রের সিদ্ধান্ত এখনও জানা যায়নি৷

[‘গুত্থি’ কি থাকছেন? কী জানালেন কপিল শর্মা?]

The post সাজাপ্রাপ্তদের ভোটে লড়ার উপর নিষেধাজ্ঞায় সমর্থন কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement