গোবিন্দ রায়: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে হাই কোর্টে এস এস কে এম হাসপাতালের দেওয়া মেডিক্যাল রিপোর্টে আপত্তি জানাল না ইডি। যদিও বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুজয়কৃষ্ণের জামিনের মামলায় জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি। যেহেতু এই মামলার মূল বিষয়ই হল সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা। তাই এদিন তাঁর মেডিক্যাল রিপোর্টে ইডির আপত্তি না জানানো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। সুজয়ের জামিনের আবেদনের প্রেক্ষিতে এই মেডিক্যাল রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি ঘোষ। সোমবার রিপোর্ট দিয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে সুজয়কৃষ্ণ ‘মেডিক্যালি ফিট’ নন। এদিন সুজয়ের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, “বন্দির শারীরিক পরিস্থিতি ভালো নয়। তাঁর চিকিৎসা প্রয়োজন। হার্টের যা অবস্থা তাতে চিকিৎসক ও মেডিক্যাল পরিষেবার আওতায় থাকা দরকার। বর্তমান অবস্থায় জেলে ফেরা সম্ভব নয়। এই পরিস্থিতিতে জামিন দিলে বাড়িতে রেখে চিকিৎসা করানো সম্ভব হবে।”
[আরও পড়ুন: নতুন প্রকল্পের ঘোষণা? কতটা বাড়বে বরাদ্দ? লক্ষ্মীবারে রাজ্য বাজেটে নজর আমজনতার]
এর পরেই বিচারপতি ইডির উদ্দেশে জানতে চান, এই মেডিক্যাল রিপোর্টের তারা বিরোধিতা করবে কি না। কিন্তু ইডি কোনও আপত্তি জানায়নি। সুজয়ের দাবি, তিনি গত ৮ মাস ধরে জেলবন্দি। ফলে জামিন পেলে তদন্তে কোনও ক্ষতি হবে না। ইডি অবশ্য লিখিতভাবে তাদের বক্তব্য পেশ করেছে। ফের বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।