গোবিন্দ রায়: রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিজেদের পছন্দের জায়গায় প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করাতে চেয়ে কলকাতা হাই কোর্টে আর্জি জানাল তাঁরা। বুধবারের মধ্যে বিকল্প হাসপাতালের নাম দিতে হবে ইডিকে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
[আরও পড়ুন: বিরোধিতা করলেই ফেল-সাপ্লি-সামাজিক বয়কট! সন্দীপের ‘থ্রেট কালচার’ নিয়ে বিস্ফোরক জুনিয়র ডাক্তাররা]
সম্প্রতি, জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বাস্থ্যের রিপোর্ট চায় আদালত। মঙ্গলবার সেই রিপোর্ট জমা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবী। এদিন, সেই রিপোর্ট তুলে ধরে জামিনের আবেদন করে জানান, তাঁর মক্কেল সম্প্রতি জেলের মধ্যে বার বার অসুস্থ হয়ে পড়ছেন। তাঁর বুকে ব্যথা রয়েছে। জামিন দেওয়া হোক।
ওই রিপোর্ট জমা দেওয়ার পরই তা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য নিয়ে যে রিপোর্ট জেল কর্তৃপক্ষ দিয়েছেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইডিকে নতুন করে পরীক্ষা করানোর অনুমতি দেওয়া হোক বলে আবেদন করেন তারা। এর পরই বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে বলেন, বুধবার বিকেল ৩টের মধ্যে বিকল্প হাসপাতালের নাম দিতে হবে ইডিকে। তার পরে আদালত পরবর্তী নির্দেশ দেবে।