shono
Advertisement

Breaking News

Ration Scam

রেশন দুর্নীতি কাণ্ড: ডিজিটাল ডিভাইসে কোন ক্লু? বাজেয়াপ্ত ৮টি মোবাইলে নজর ইডির

গত সপ্তাহে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে চার রেশন ডিলার, চার সরবরাহকারী ও এক ব্যবসায়ীর বাড়ি থেকে একাধিক ডিজিটাল নথি উদ্ধার করে ইডি।
Published By: Sucheta SenguptaPosted: 01:34 PM Oct 29, 2024Updated: 03:42 PM Oct 29, 2024

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে ডিজিটাল ডিভাইস। গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার তল্লাশি চালিয়ে মোট আটটি মোবাইল ফোন ও বেশ কিছু ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেসব একাধিক সংস্থার সম্পত্তি বলে জানা গিয়েছে। এবার এসব যন্ত্রে কী আছে, সেদিকে নজর দিতে চলেছে ইডি। সূত্রের খবর, প্রযুক্তিবিদদের বিশেষ সাহায্য নিয়ে ডিভাইস খোলার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

খাদ্য বণ্টন দুর্নীতি কাণ্ডে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশিতে একাধিক নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে ইডি। এই কেলেঙ্কারিতে জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর পাশাপাশি রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান, নেতা শংকর আঢ্যরাও গ্রেপ্তার হয়েছিলেন। আপাতত তাঁরা জামিনে মুক্ত। এঁদের কাছ থেকে প্রচুর নথি উদ্ধার করেছে ইডি, যাতে বণ্টনে বেনিয়মের প্রমাণ আছে বলে দাবি ইডির। তবে এসবের বাইরেও প্রচুর ডিজিটাল নথি লুকিয়ে রাখা আছে বলে আগেই অনুমান করেছিলেন তদন্তকারীরা। সেসব উদ্ধারে গত সপ্তাহে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। চার রেশন ডিলার, চার সরবরাহকারী ও এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক ডিজিটাল নথি। বাজেয়াপ্ত হয় আটটি মোবাইল ফোন। তদন্তকারীদের ধারণা, সুরক্ষার স্বার্থে মোবাইলে লুকিয়ে রাখা হয়েছে একাধিক কুকীর্তির নথি। তদন্তের কিনারা করতে এখন সেসব উদ্ধারের চেষ্টায় রয়েছেন ইডি আধিকারিকরা। 

ইডি সূত্রে খবর, উন্নত প্রযুক্তির মোবাইল ফোনগুলির লক খুলে ডিজিটাল নথি বের করা সহজ নয়। তাই এই কাজের জন্য তদন্তকারীরা বিশেষ টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাহায্য নিতে চান। ইডি দপ্তরের সেই বিশেষজ্ঞরা ফোন পরীক্ষা করবেন। তার পর সেখান থেকে প্রাপ্ত সমস্ত তথ্য তুলে দেবেন তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক কোম্পানি সংক্রান্ত নথিও। এসবও পরীক্ষা করে দেখা হবে। সেইসঙ্গে ডিজিটাল নথিগুলি হাতে পেলে হয়ত দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা বোঝা যাবে বলে আশা ইডির। সেক্ষেত্রে তদন্তের কিনারাও দ্রুত হওয়ার সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেশন দুর্নীতির তদন্তে এবার ইডির নজর ডিজিটাল নথিতে।
  • তল্লাশিতে বাজেয়াপ্ত মোট ৮টি মোবাইল।
  • বিশেষ টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাহায্যে ডিভাইস খুলতে তৎপর ইডি।
Advertisement