ভোল বদলে যাচ্ছে ইডেনের, ঝাঁ চকচমে কনফারেন্স রুম থেকে প্রেস বক্স, ভারচুয়ালি ঘুরে দেখুন
'সংবাদ প্রতিদিন' ডিজিটালের কাছে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ছবি।
Tap to expand
সফল ভাবে আইপিএলের প্লে অফ আয়োজিত হয়েছে ইডেন গার্ডেন্সে। এবার ভোল বদলে যাচ্ছে ক্রিকেটের নন্দনকাননের। ঝাঁ চকচকে আনাচে কানাচে দেখে রীতিমতো চোখ ধাঁধিয়ে যাবে।
Tap to expand
'সংবাদ প্রতিদিন' ডিজিটালের কাছে এসে পৌঁছেছে ভবিষ্যতের ইডেনের লুক। ক্লাবকর্তাদের বসার জায়গা থেকে প্রেস বক্স, সব প্রান্তের ইন্টিরিয়রই বদলে যাবে।
Tap to expand
যে এক্সক্লুসিভ ছবি হাতে এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে, ইন্টিরিয়রের বেস কালার সাদা রাখার উপরই জোর দেওয়া হয়েছে। বাংলা ক্রিকেট সংস্থার (CAB) কনফারেন্স রুমও তার ব্যতিক্রম নয়।
Tap to expand
ইডেনে প্রবেশ করে এই সিঁড়ি দিয়েই উঠে যেতে হয় ক্লাব হাউসের দিকে।
Tap to expand
সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার তত্ত্বাবধানেই নতুন রূপে সেজে উঠছে ইডেন। শোনা যাচ্ছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরও দারুণ পছন্দ হয়েছে এই নয়া লুকের ব্লু প্রিন্ট। আশা করা যাচ্ছে আগামী বছরের বিশ্বকাপের আগেই নতুন রূপে সেজে উঠবে ইডেন।
Tap to expand
সাংবাদিক সম্মেলনের জন্য যে রুমটি রয়েছে, এতকাল সেখানে সারির পর সারি চেয়ার রাখা থাকত। এবার সেখানে থাকবে সোফা।
Tap to expand
স্টেডিয়ামের অন্দরমহল যেমন সেজে উঠছে, তেমনই সাজানো হবে গ্যালারিও। বসানো হবে নতুন আলোও। দর্শকাসনও বাড়তে পারে বলে খবর।
Tap to expand
ইডেনের প্রেস বক্সটি বাইরে থেকে ঠিক এমনটাই দেখাবে। দ্রুত কাজ শুরু করা হবে বলেই জানা যাচ্ছে।
Published By: Sulaya SinghaPosted: 05:24 PM May 28, 2022Updated: 06:35 PM May 28, 2022
'সংবাদ প্রতিদিন' ডিজিটালের কাছে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ছবি।