shono
Advertisement
NASA

মহাকাশে দেখা গেল 'আইনস্টাইন রিং'! বিস্মিত বিজ্ঞানীরা

কখন দেখা যায় এমন দৃশ্য?
Published By: Biswadip DeyPosted: 04:59 PM Mar 30, 2025Updated: 04:59 PM Mar 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের আকাশ আশ্চর্য বিস্ময়কর। থেকে থেকেই তা চমকে দিতে থাকে মহাকাশ বিজ্ঞানীদের। এবার তাঁরা দেখতে পেলেন 'আইনস্টাইন রিং'। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে দেখা যাচ্ছে চোখের মতো এক বৃত্ত। যা আসলে দেখতে একটিই বস্তু মনে হলেও আদতে দুটি ছায়াপথের বিকৃত চিত্র। এই 'আইনস্টাইন রিং'-এর দেখা পাওয়া খুবই বিরল অভিজ্ঞতা। স্বাভাবিক ভাবেই উত্তেজিত গবেষকরা।

Advertisement

কখন দেখা যায় এমন দৃশ্য? আসলে কোনও বড় বস্তুর আড়ালে থাকা কোনও ছায়াপথ থেকে নির্গত আলো বেঁকে গেলে ওই রিং তৈরি হয়। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব দ্বারা আই আচরণকে ব্যাখ্যা করা যায়। গত ২৭ মার্চ কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইএসএ 'আইনস্টাইন রিং'-এর ছবিটি প্রকাশ করেছে। জানিয়ে দিয়েছে, এটি তুলেছে জেমস ওয়েবের ইনফ্রারেড ক্যামেরা। তাকে সাহায্য করেছে হাবলের অ্যাডভান্সড ক্যামেরা এবং ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩।

এই ধরনের মহাজাগতিক দৃশ্য বিভ্রাট কেন গুরুত্বপূর্ণ? গবেষকরা জানাচ্ছেন, এর সাহায্যে বিভিন্ন ছায়াপথকে দেখা সম্ভব হয়। অন্যথায় সেগুলি অদৃশ্য থেকে যেত। এই প্রযুক্তি ব্যবহার করে কৃষ্ণগহ্বর ও ডার্ক ম্যাটারকেও পর্যবেক্ষণ করা সম্ভব।

আসলে খুব দূরে অবস্থিত ছায়াপথগুলি অত্যন্ত ঝাপসা দেখায়। ফলে সরাসরি সেগুলিকে জরিপ করা কঠিন। কিন্তু মহাকর্ষীয় লেন্সিংয়ের সাহায্যে সেগুলির আলো আরও বাড়ানো যায়। ফলে অনায়াসে ছায়াপথগুলিকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। বিপুল এই ব্রহ্মাণ্ডকে নতুন করে চিনতে এমন সব পর্যবেক্ষণ অত্যন্ত প্রয়োজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকাশ বিজ্ঞানীদের। এবার তাঁরা দেখতে পেলেন 'আইনস্টাইন রিং'। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে দেখা যাচ্ছে চোখের মতো এক বৃত্ত।
  • যা আসলে দেখতে একটিই বস্তু মনে হলেও আদতে দুটি ছায়াপথের বিকৃত চিত্র।
  • এই 'আইনস্টাইন রিং'-এর দেখা পাওয়া খুবই বিরল অভিজ্ঞতা।
Advertisement