shono
Advertisement

Breaking News

গৌড়েশ্বর শশাঙ্ককে নিয়ে ইংরাজিতে প্রথম উপন্যাস! শিক্ষা আধিকারিকের লেখা বই নিয়ে হইচই

শিক্ষা আধিকারিকের লেখা আগের দু'টি উপন্যাসও 'বেস্টসেলার'।
Posted: 06:56 PM Aug 19, 2023Updated: 09:52 PM Aug 19, 2023

রাজা দাস, বালুরঘাট: প্রকাশিত দু’টি উপন্যাস আমাজন বুকসে ‘বেস্টসেলার’-এর তালিকায়। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার শিক্ষা আধিকারিকের লেখা বই রাজ্যের গন্ডি ডিঙিয়ে বিকোচ্ছে ভিন রাজ্যে, এমনকী ভিন দেশেও। এবার দক্ষিণ দিনাজপুর জেলার বিদ্যালয় পরিদর্শক সানি মিশ্রের কলমে উত্তরবঙ্গ পেতে চলেছে রাজা শশাঙ্ককে নিয়ে ইংরাজি ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস।

Advertisement

সানির নয়া উপন্যাস ঘিরে সাহিত্যমহলে উৎসাহের পারদ চড়ছে। ইংরাজিতে লেখা তাঁর আগের দু’টি উপন্যাস হল “শ্যাডোজ ইন দ্য নাইট” এবং “মার্ডার অফ দ্য রোজেজ”। প্রথমটি রোমান্সের আড়ালে সাইকোলজিক্যাল থ্রিলার, পরেরটি ক্রাইম ত্রিলার। দু’টি উপন্যাস-ই পাঠককূলে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলার সীমানা ছাড়িয়ে ভারতের একাধিক রাজ্য এবং ইংল্যান্ড, আমেরিকার পাঠকদের মন জয় করেছে। বিগত সাফল্যের কারণেই সরকারি আধিকারিকের নতুন উপন্যাস নিয়েও কৌতূহল তুঙ্গে।

[আরও পড়ুন: কলকাতাতেই কেটেছে তরুণবেলা, নতুন উপন্যাস নিয়ে শহরে প্রবাসী বাঙালি লেখক সিদ্ধার্থ দেব]

সানি জানিয়েছেন, প্রকাশিতব্য উপন্যাসের নাম ‘গৌড়েশ্বর’। আখ্যানের মূল চরিত্র রাজা শশাঙ্ক। এই উপন্যাসে শশাঙ্কের জন্মের প্রাক্কাল থেকে মগধের উপরে তাঁর অধিকার স্থাপনের কিছু পর অবধি যাবতীয় ঐতিহাসিক ঘটনাবলী উল্লেখিত হয়েছে। সানির পাঠককূলের আশা, এই উপন্যাস অজানা গৌড়শ্বরকে তুলে ধরবে। ভিন্ন দৃষ্টিভঙ্গিতে শশাঙ্ককে বিচার করার মতো গবেষণার উপাদানও থাকবে উপন্যাসে।

উত্তরবঙ্গের সাহিত্যমহল শিক্ষা আধিকারিকের নতুন উপন্যাস নিয়ে উৎসাহী। লেখক ও অধ্যাপক অভিজিৎ সরকারের মন্তব্য, শিক্ষাকর্তা সানি মিশ্রের লেখা উত্তরবঙ্গের ইতিহাস কেন্দ্রিক ইংরেজি উপন্যাস বাংলার অতীত গৌরব তুলে ধরবে বলেই আমার বিশ্বাস। বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যক বিশ্বনাথ লাহা বলেন, খুব ভাল উদ্যোগ। রাজা শশাঙ্ককে নিয়ে ইংরাজি ভাষায় উপন্যাস রচিত হলে শুধু দেশের মানুষরাই নয়, বিদেশের মানুষও বাংলার ইতিহাস জানতে পারবেন।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে সক্রিয় হয়ে উঠছিল ইসলামিক স্টেটের স্লিপার সেল! আদালতে দাবি NIA’র]

সাহিত্য মহলের দাবি, রাজা শশাঙ্ককে নিয়ে ইংরাজি ভাষায় রচিত এটিই প্রথম উপন্যাস। ইতিহাস গবেষক ড. সমিত ঘোষ এহেন উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন। আর যাঁকে নিয়ে এত কথা, সেই শিক্ষা আধিকারিক সানি মিশ্র জানিয়েছেন, সরকারি আধিকারিকের দায়িত্ব সামলেও নিয়মিত তবলার রেওয়াজ ও উপন্যাস লেখা তাঁর প্রিয় নেশা। উল্লেখ্য, উপন্যাস ‘গৌড়েশ্বর’ প্রকাশিত হওয়ার আগেই হিট! হু হু করে বাড়ছে প্রি-বুকিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement