shono
Advertisement

বিচ ভলিবল ম্যাচের এই ছবি জন্ম দিল বহু প্রশ্নের

বিরাট কোহলি থেকে শাহরুখ খান, ভলি বল নিয়ে খেলতে তো সবাইকেই দেখা গিয়েছে৷ তাহলে এই ছবি নিয়ে মানুষের কিসের এত আগ্রহ? The post বিচ ভলিবল ম্যাচের এই ছবি জন্ম দিল বহু প্রশ্নের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:37 AM Aug 11, 2016Updated: 08:07 PM Aug 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিটা ভাল করে দেখুন৷ রিও ওলিম্পিকে মহিলা বিচ ভলি ম্যাচের একটি ছবি এটি৷ দুই দেশের দুই প্রতিনিধি নিজেদের সেরা লড়াইটা লড়ছেন৷ আর পাঁচটা ভলি বল ম্যাচের সঙ্গে এই ছবির কি খুব একটা পার্থক্য রয়েছে? হয়তো না৷ তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ কেন বলুন তো? এমন তো নয় পৃথিবীর বুকে প্রথমবার কোনও বিচ ভলিবল ম্যাচের আয়োজন করা হয়েছে! বিরাট কোহলি থেকে শাহরুখ খান, ভলিবল নিয়ে খেলতে তো সবাইকেই দেখা গিয়েছে৷ তাহলে এই ছবি নিয়ে মানুষের কিসের এত আগ্রহ? এমন কী রয়েছে ছবিতে?

Advertisement

আসলে দুই মহিলার পোশাকই সব পার্থক্য গড়ে দিয়েছে৷ ছবির একটা আলাদা ভাষা আছে৷ একটা ছবি কোনও শব্দ খরচ না করে অনেক কথা বলে যায়৷ এই ছবিও নিঃশব্দে অনেক কিছু বলে দিচ্ছে৷ মিশরের খেলোয়াড় মাথা ও শরীর ঢেকে মাঠে নেমেছেন৷ অন্য দিকে, বিচ ভলিবলের ট্র্যাডিশনাল পোশাক জার্মান খেলোয়াড়ের গায়ে৷ সম্পূর্ণ ভিন্ন ধরনের দুই পোশাকই দুই দেশের জাতি, ধর্ম ও সংস্কৃতির পার্থক্য তুলে ধরেছে৷ কিন্তু ক্রীড়াজগতে দু’জনই তো একই স্থানে দাঁড়িয়ে৷ কেউ এগিয়ে বা পিছিয়ে নেই৷ দুই খেলোয়াড়ই নিজের দেশকে জেতাতে বদ্ধপরিকর৷

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে ছবিটি ছড়িয়ে পড়তেই নানা ধরনের মতামত উঠে এসেছে৷ একজন লিখেছেন, “কী দারুণ ছবি! দুই শক্তিশালী মহিলা অ্যাথলিটকে দেখতে পাচ্ছি৷ যাঁরা গোটা বিশ্বের অনুপ্রেরণা৷ এটুকুই চোখে পড়া উচিত৷ জাতি, ধর্ম এসবের ঊর্ধ্বে৷” আবার আরেকজনের প্রতিক্রিয়া, “জিতছে কে? ওঁরা কী পড়েছেন, তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই৷ প্রতিযোগিতার মনোভাবটাই আসল৷”

এমন ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে উঁকি মেরেছে সংকীর্ণ মানসিকতাও৷ যাঁদের কাছে, খেলার থেকে অনেক বেশি গুরুত্ব পায় মহিলাদের পোশাক৷ যাঁরা পোশাকের বিচারে সমাজের বিভাজন ঘটাতে অভ্যস্ত৷ কিন্তু আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ যে পোশাকের চেয়ে অনেক উর্ধ্বে, এই ভাইরাল ছবিই কি তার যথেষ্ট প্রমাণ নয়?

The post বিচ ভলিবল ম্যাচের এই ছবি জন্ম দিল বহু প্রশ্নের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement