shono
Advertisement

একনাথ শিণ্ডেকে সরিয়ে মহারাষ্ট্রের মসনদে অজিত পওয়ার? মুখ খুললেন ফড়ণবিশ

কী বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী?
Posted: 02:15 PM Oct 04, 2023Updated: 02:15 PM Oct 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত জুলাইয়ে মহারাষ্ট্রের (Maharashtra) এনডিএ সরকারে যোগ দিয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। এরপর থেকে ক্রমেই গুঞ্জন বেড়েছে, একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) সরিয়ে অজিতকেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হবে। সেই জল্পনা উড়িয়ে দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। তাঁর দাবি, শিণ্ডেই থাকবেন মহারাষ্ট্রের মসনদে।

Advertisement

তবে অদূর ভবিষ্যতেও যে অজিতের মহারাষ্ট্রের মসনদে বসার সম্ভাবনা নেই, এমনটাও বলছেন না ফড়ণবিশ। ইন্ডিয়া টুডে কনক্লেভে যোগ দিয়ে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন, ”যখন সময় আসবে তখন অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করার বিষয়টি নিশ্চয়ই বিবেচনা করা হবে।” প্রসঙ্গত, অজিত পওয়ার মহারাষ্ট্রের মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর মোটেই তা ভালোভাবে নেয়নি শিণ্ডে শিবির। ফড়ণবিশের মন্তব্যে সেই জট কাটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা নির্বাচন? ২০২৪ সালের গোড়াতেই বন্দে ভারতে থাকবে স্লিপার কোচ]

এরই পাশাপাশি ২০১৯ সালে মহারাষ্ট্রে সরকার গঠনে যে জটিলতা দেখা দিয়েছিল সেই প্রসঙ্গেও কথা বলেছেন বিজেপি নেতা। ফড়ণবিশের দাবি, সেই সময় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তাব যাঁরা দিয়েছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার ছিলেন তাঁদেরই অন্যতম। উল্লেখ্য, সেই সময় তিন সপ্তাহেও সরকার গঠন করা যায়নি বলে, রাষ্ট্রপতি শাসন জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

[আরও পড়ুন: গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আঘাত, নিউজক্লিকের ঘটনায় সরব দেশের সাংবাদিকরা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement