সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে গেরুয়া তিলক। হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা। পাঁচ আঙুলে রকমারি জ্যোতিষী আংটি। ঈশ্বরে বিশ্বাসী একতা কাপুরের (Ekta Kapoor) সাজপোশাক একাধিকবার সোশাল পাড়ার ঠেকে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। এবার ধর্ম নিয়ে রসিকতার কড়া জবাব দিলেন একতা।
'দ্য সবরমতী রিপোর্ট'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক একতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া কথা শোনালেন তিনি। একতার মন্তব্য, "আমি জীবনে কোনওদিন ভয় পেয়ে কোনও কাজ করিনি। কারহণ আমি হিন্দু। আর হ্যাঁ, এর অর্থ আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। নিজে হিন্দু বলে কোনওদিন অন্য কোনও ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করিনি। করবও না। আমি বলতে চাই আমি সব ধর্মকে সম্মান করি। আমি একজন গর্বিত হিন্দু।" ব্যক্তিগতজীবনেও ট্রোলের শিকার হয়েছেন কপালে গেরুয়া তিলক কাটার জন্য। এপ্রসঙ্গে তিনি বলেন, "কপালে তিলক কাটতাম বলে আমাকে নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে, এমনকী আমার হাতের তাগা, আংটি নিয়েও লোকজন কম ঠাট্টা-তামাশা করেননি। আমি যে মন্ত্রজপ করি, সেটা নিয়েও ট্রোল করা হয়েছে আমাকে। হিন্দু হলে লুকিয়ে পুজো করতে হবে কেন? নিজের হিন্দুত্ব জাহির করতে মোটেই লজ্জা পাওয়া উচিত নয়।"
পুরুষশাসিত টেলিসাম্রাজ্য থেকে সিনেদুনিয়ায় একচেটিয়া আধিপত্য রয়েছে তাঁর। তাই তো একতা কাপুর হিন্দি টেলিভিশনের 'ক্যুইন' বলে পরিচিত। স্টারকিড হওয়ার সুবাদে শৈশব থেকে লাইমলাইটে রয়েছেন বটে, তবে ক্যামেরার নেপথ্যে প্রযোজক হিসেবে তিনি যে সাম্রাজ্য বিস্তার করেছেন, সেটা তাঁর প্রযোজিত টেলি শোয়ের তারকাদের বর্তমান অবস্থানই বলে দেয়! যাঁদের অনেককেই আজ বলিউডের পর্দায় দেখা যায়। জীবনে বহুবার ট্রোলের শিকার হয়েও মাথা নোয়াননি। সম্প্রতি ধর্ম নিয়ে এত রসিকতার কড়া জবাব দিলেন একতা কাপুর।