shono
Advertisement

অ্যাম্বুল্যান্স চালকদের বচসার জেরে মৃত্যু বৃদ্ধার! তুমুল উত্তেজনা সালারে, কড়া নির্দেশ নবান্নর

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Posted: 12:59 PM May 16, 2023Updated: 01:16 PM May 16, 2023

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: অ্যাম্বুল্যান্স চালকদের মধ্যে তুমুল ঝামেলা। আর তার জেরেই প্রাণ গেল এক বৃদ্ধার। সোমবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) সালারের এই ঘটনাকে ঘিরে ছড়ায় প্রবল উত্তেজনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদতারা বিবি নামে এক বৃদ্ধা প্রায় দুই বছর ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর বাড়ি সালার থানার মাধাইপুর গ্রামে। তাঁকে মাঝে মধ্যেই কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হত। সেইমতো সোমবার রাত এগারোটা নাগাদ ওই বৃদ্ধাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকজন অ্যাম্বুল্যান্স ভাড়া করতে আসেন সালারে। কিন্তু সেখানেই ঘটে যত বিপত্তি। অ্যাম্বুল্যান্স চালকদের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে যায়। কে ওই রোগীকে কলকাতা নিয়ে যাবেন, তাই নিয়ে বচসা তুঙ্গে ওঠে।

[আরও পড়ুন: ববিতা সরকারের চাকরি বাতিল, টাকা ফেরতের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের]

মৃতের পরিবারের লোকজনদের পছন্দ মতো একটি অ্যাম্বুল্যান্স নিয়ে কলকাতায় রওনা দিলে অন্য অ্যাম্বুল্যান্স চালকরা তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। এ নিয়ে রাস্তাতে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। অ্যাম্বুল্যান্সে ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। পরে ওই বৃদ্ধার মৃত্যু হলে পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ইতিমধ্যেই বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন পরিবারের লোকজনেরা।

এদিকে এই ঘটনায় মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। এই ঘটনায় দ্রুত এফআইআর দায়ের করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন। কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ১৮ নাবালিকা ছাত্রীকে দিনের পর দিন যৌন হেনস্তা শিক্ষকের, মদত দিতেন খোদ প্রিন্সিপাল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার