সুব্রত বিশ্বাস: দিনেদুপুরে কলকাতার রাস্তায় ৬ জনকে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ। শনিবার ভরদুপুরে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বেহালার সরশুনা এলাকায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন। ইতিমধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরশুনার রাখাল মুখার্জি রোডে একটি পাঁচিল তোলাকে কেন্দ্র করে তিন প্রতিবেশীর মধ্যে অশান্তি শুরু হয়। জানা গিয়েছে, এই বিবাদ বহুদিনের। এর আগেও এই পাঁচিলকে কেন্দ্র করে অশান্তি হয়েছে। সেই সময় ধারাল অস্ত্র নিয়ে প্রতিবেশীদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত প্রদীপ অধিকারীর বিরুদ্ধে। তাই স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে গণস্বাক্ষর সম্বলিত চিঠি জমা করেছিলেন। এদিন সেই অশান্তিকে কেন্দ্র করেই রক্তারক্তি কাণ্ড ঘটে গেল বেহালার সরশুনা অঞ্চলে।
[আরও পড়ুন: কুণালের মানহানি মামলার তদন্তে স্থগিতাদেশের আরজি খারিজ হাই কোর্টে, অস্বস্তি শুভেন্দু]
এদিনও সেই কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। তখনই দোকান খেকে ধারাল অস্ত্র বের করে স্থানীয় বাসিন্দাদের পরপর কোপ মারতে শুরু করে অভিযুক্ত। ধারাল অস্ত্রের আঘাতে জখম হন ৬ জন। তাঁদের গুরুতর জখম অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভরতি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রদীপ অধিকারী। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে সরশুনার পুলিশ কর্মীরা। শুরু হয়েছে তদন্ত।