shono
Advertisement
Vijay Hazare Trophy

বোলারদের ব্যর্থতা ঢেকে দিলেন ব্যাটাররা, বিজয় হাজারের শুরুতে নজির গড়ে জয় বাংলার

অন্য ম্যাচে ঈশান কিষানের ঝোড়ো ইনিংসের পরেও হেরে গিয়েছে ঝাড়খণ্ড।
Published By: Prasenjit DuttaPosted: 06:44 PM Dec 24, 2025Updated: 06:57 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে নজির গড়ে দুরন্ত জয় পেল বাংলা। বিদর্ভের দেওয়া পর্বতসমান ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পেল অভিমন্যু ঈশ্বরণের দল। অধিনায়ক ছাড়াও রান পেলেন শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামিরা।

Advertisement

বুধবার রাজকোটে প্রথমে ব্যাট করতে নামা বিদর্ভ যশ রাঠোড়ের উইকেট খোয়ায়। তাঁকে ১১ রানে ফেরান মহম্মদ শামি। এরপর উইকেটে রীতিমতো জমে যান আমন মোখাদে এবং ধ্রুব শোরে। দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের বিরাট জুটি গড়েন তাঁরা। ৯৯ বলে ১১০ রান করে রান আউট হন মোখাদে। চারে নেমে রান পান রবিকুমার সমর্থ (৪০)। ধ্রুবের সঙ্গে জুটিতে ওঠে ৯১ রান। ব্যক্তিগত ১৩৬ রানের ইনিংস খেলেন ধ্রুব। শেষের দিকে ১৬ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন নচিকেত ভুতে। শেষ পর্যন্ত ৫ উইকেট ৩৮২ রান তোলে বিদর্ভ। মহম্মদ শামি ৬৫ রানে নেন ২ উইকেট। আমির গনি দু'টি উইকেট নিলেও দেন ৮০ রান। উইকেটশূন্য রইলেন মুকেশ কুমার, আকাশ দীপ এবং শাহবাজ আহমেদ।

জবাবে ঝোড়ো শুরু করেন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল এবং অভিমন্যু ঈশ্বরণ। প্রথম উইকেটে ওঠে ১০৩। অভিষেক আউট হন ৫৬ রানে। এরপর অবশ্য রানের গড়টি কমেনি। ওভার পিছু ৮ রান করে তুলছিলেন অভিমন্যু ও সুদীপ ঘরামি (৬৮)। তবে ভালো খেলতে খেলতে আচমকাই খেই হারিয়ে ৭১ রানে সাজঘরে ফেরেন বাংলা অধিনায়ক। অনুষ্টুপ মজুমদার করেন ৩৩। রান পাননি সুমন্ত গুপ্ত (১২)। একটা সময় ২৭৯ রানে ৬ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল বাংলা।

সেখান থেকে বোলিংয়ে ব্যর্থ শাহবাজ এবং আকাশ দীপ ম্যাচে ফেরান বাংলাকে। শাহবাজ করেন ৫৮ বলে ৭১ রান। আকাশ দীপের সংগ্রহ ২৪ বলে ৩৮। রুদ্ধশ্বাস ম্যাচ ৭ বল বাকি থাকতেই ৩ উইকেটে জিতে নেয় বাংলা। ম্যাচের সেরা হলেন শাহবাজ। লিস্ট 'এ' ক্রিকেটে এটাই বাংলার সর্বোচ্চ রান তাড়া করে জেতা। বিজয় হাজারের অপর ম্যাচে ঈশান কিষানের ৩৯ বলে ১২৫ রানের ইনিংসের পরেও হার স্বীকার করেছে ঝাড়খণ্ড। প্রথমে ব্যাটিং করে ঈশানের দল করে ৯ উইকেটে ৪১২। জবাবে ময়াঙ্ক আগরওয়ালের কর্নাটক ৪৭.৩ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। অধিনায়ক ময়াঙ্ক করেন ৩৪ বলে ৫৪ রান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে নজির গড়ে দুরন্ত জয় পেল বাংলা।
  • বিদর্ভের দেওয়া পর্বতসমান ৩৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় পেল অভিমন্যু ঈশ্বরণের দল।
  • অধিনায়ক ছাড়াও রান পেলেন শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামিরা।
Advertisement