দুলাল দে: সব ঠিক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে আইএসএল। বুধবার ক্লাবগুলির প্রতিনিধিদের সঙ্গে ফেডারেশনের কমিটির আলোচনা ইতিবাচকভাবেই শেষ হল। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রেই সমাধানের ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বার্তা দিল ক্লাব ও ফেডারেশন।
এদিন ফেডারেশনের বৈঠকে ক্লাবগুলির তরফে ভারচুয়ালি উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়া ও নর্থইস্ট ইউনাইটেডের প্রতিনিধি। আরও ৩ ক্লাবের প্রতিনিধি ফেডারেশনের দপ্তরে উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই এআইএফএফের গড়ে দেওয়া কমিটির সদস্য বঙ্গ ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত এবং গোয়া রাজ্য ফুটবল সংস্থার সভাপতি কাইতান ফার্নান্ডেজ ক্লাবগুলির উদ্দেশে বলেন, 'জটিলতা কাটাতে হলে সবার প্রথমে ঠিক করতে হবে যে আমরা একসঙ্গে সমস্যা কাটাতে চাই। এবং ফুটবলটা শুরু করতে চাই।' তাতে ক্লাবগুলির তরফে বলা হয়, "আমরা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চাই।" ফেডারেশনের কমিটি জানায়, দীর্ঘস্থায়ী এবং স্বল্পস্থায়ী দুই ধরনের সমাধানই দরকার নাহলে ফুটবলটা বন্ধ হয়ে যাবে।" তাতে একমত হয়ে ক্লাবগুলি দুই ধরনের প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি হয়ে যায়।
ফেডারেশনের তরফে লিগ আয়োজনের জন্য দু'ধরনের প্রস্তাব দেওয়া হয়। এক, দুটো ভেন্যুতে হলে ডাবল লেগর লিগ। দুই, সব ম্যাচ হোম-অ্যাওয়ে হলে সিঙ্গল লেগ। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্লাবগুলি জানতে চায়, ফেডারেশন যেভাবে লিগ করতে চাইছে তাতে ক্লাবগুলির রোজগার কী হবে? তাতে ফেডারেশন বলে, লাভের অংশ তাঁরা পাবে। তবে আগের মতোই লিগ আয়োজনের জন্য খরচের অংশ তাদের দিতে হবে। ক্লাবগুলি জানতে চায়, খেলার সম্প্রচার কারা করবে? তখন ফেডারেশনের কমিটি বলে, দিনক্ষণ চূড়ান্ত না হলে কোনও সংস্থার সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। দিনক্ষণ চূড়ান্ত হলে তবেই সম্প্রচার নিয়ে কথাবার্তা এগোবে। তারপরই প্রাথমিকভাবে ঠিক হয় জানুয়ারির তৃতীয় সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লিগ শুরু করার চেষ্টা করা হবে।
আর আইএসএলের সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের প্রশ্নে ফেডারেশনের প্রস্তাব, ক্লাবগুলি কী কী শর্ত দিচ্ছে, ফেডারেশন কী চাইছে, সবটা নিয়ে আলোচনা করে একজোট হয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। সবটা শোনার পর ক্লাবগুলি জানায়, নিজেদের মধ্যে এবার আলোচনা করে ২৬ ডিসেম্বর ফের কমিটির সঙ্গে বৈঠকে বসবে। এদিন পুরো আলোচনাই হয়েছে ইতিবাচক পরিবেশে। আশা করা যায়, দ্রুত আইএসএল নিয়ে সমাধান সূত্র বেরবে।
