সুমন করাতি, হুগলি: ধান জমিতে যাওয়াকে কেন্দ্র করে বচসায় জড়ায় দুই পাড়া। এই বিবাদের জেরে খুন হতে হল এক প্রৌঢ়কে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আক্রান্তের। এর পরই দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে খানাকুলের সোলট এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম শেখ মকবুল মল্লিক। বয়স প্রায় ৫২ বছর। মকবুলের পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে ধান জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বচসা হয়। তখনই নাকি মকবুলকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল। বুধবার সকালে মকবুল মাঠে ধান তুলতে গিয়েছিলেন। তখনই কয়েকজন দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।
[আরও পড়ুন: সরকারি কর্মীকে হেনস্তা! চোখে পড়তেই মদ্যপকে কান ধরে ওঠবোস করিয়ে বিতর্কে বিধায়ক]
খবর পেয়ে মকবুলের পাড়ার লোকজন ছুটে যান ঘটনাস্থলে। গুরুতর জখম অবস্থায় মকবুলকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই ক্ষোভে ফেটে পড়েন মকবুলের পরিবার ও গ্রামের মানুষজন। মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, খানাকুল থানার আধিকারিক-সহ আশপাশের বিভিন্ন থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।