shono
Advertisement

বাংলায় আট দফায় নির্বাচন, কোন দফায় কোন জেলায় ভোট? দেখে নিন একনজরে

রাজ্যে প্রথম দফার ভোট ২৭ মার্চ।
Posted: 06:08 PM Feb 26, 2021Updated: 06:27 PM Feb 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতি মাথায় রেখেই ভোটের সূচি ঘোষণা করা হয়েছে। বাংলায় নির্বাচন হতে চলেছে মোট ৮ দফায়। শুরু হবে ২৭ মার্চ এবং শেষ ২৯ এপ্রিল। সব রাজ্যেই ভোট গণনা ২ মে।

Advertisement

একনজরে দেখে নিন কোন দফায় কবে ভোটগ্রহণ:

প্রথম দফা (৩০) 
নির্বাচনের দিন: ২৭ মার্চ, ২০২১
পুরুলিয়া (৯), বাঁকুড়া (৪), ঝাড়গ্রাম (৪), পশ্চিম মেদিনীপুর (৬), পূর্ব মেদিনীপুর (৭)

বিজ্ঞপ্তি জারির দিন: ২ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৯ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১০ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১২ মার্চ


দ্বিতীয় দফা (৩০)

নির্বাচনের দিন: ১ এপ্রিল, ২০২১

বাঁকুড়া (৮), পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), দক্ষিণ ২৪ পরগনা (৪)

বিজ্ঞপ্তি জারির দিন: ৫ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১২ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১৫ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১৭ মার্চ


তৃতীয় দফা (৩১)
নির্বাচনের দিন: ৬ এপ্রিল, ২০২১
হাওড়া (৭), হুগলি (৮), দক্ষিণ ২৪ পরগনা (১৬)

বিজ্ঞপ্তি জারির দিন: ১২ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১৯ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ২০ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২২ মার্চ

চতুর্থ দফা (৪৪)
নির্বাচনের দিন: ১০ এপ্রিল, ২০২১
হাওড়া (৯), হুগলি (১০), দক্ষিণ ২৪ পরগনা (১১), আলিপুরদুয়ার (৫), কোচবিহার (৯)

বিজ্ঞপ্তি জারির দিন: ১৬ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ২৩ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ২৪ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২৬ মার্চ

পঞ্চম দফা (৪৫)
নির্বাচনের দিন: ১৭ এপ্রিল, ২০২১

উত্তর ২৪ পরগনা (১৬), নদিয়া (৮), পূর্ব বর্ধমান (৮), জলপাইগুড়ি (৭), দার্জিলিং (৫), কালিম্পং (১)

বিজ্ঞপ্তি জারির দিন: ২৩ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৩০ মার্চ
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৩১ মার্চ
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ৩ এপ্রিল

ষষ্ঠ দফা (৪৩)
নির্বাচনের দিন: ২২ এপ্রিল, ২০২১
উত্তর ২৪ পরগনা (১৭), নদিয়া (৯), পূর্ব বর্ধমান (৮), উত্তর দিনাজপুর (৯)

বিজ্ঞপ্তি জারির দিন: ২৬ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৩ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৫ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ৭ এপ্রিল

সপ্তম দফা (৩৬)
নির্বাচনের দিন: ২৬ এপ্রিল, ২০২১
মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), পশ্চিম বর্ধমান (৯), কলকাতা (৪), দক্ষিণ দিনাজপুর (৬)

বিজ্ঞপ্তি জারির দিন: ৩১ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ৭ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ৮ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ১২ এপ্রিল

অষ্টম দফা (৩৫)
নির্বাচনের দিন: ২৯ এপ্রিল, ২০২১
মালদহ (৬), মুর্শিদাবাদ (১১), বীরভূম (১১), কলকাতা (৭)

বিজ্ঞপ্তি জারির দিন: ৩১ মার্চ
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ১৭ এপ্রিল
মনোনয়নপত্র স্ক্রুটিনি: ১৮ এপ্রিল
মনোনয়নপত্র প্রত্যাহারের দিন: ২২ এপ্রিল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার