shono
Advertisement

ভোটে চড়বে তাপমাত্রার পারদও, ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের

শিশুদের দেখভালের জন্য প্রতি ভোটকেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
Posted: 05:29 PM Mar 26, 2024Updated: 06:53 PM Mar 26, 2024

সুদীপ রায়চৌধুরী: চৈত্রের শেষেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার পারদ। দেশজুড়ে ৭ দফা ভোটগ্রহণ চলবে ভরা গরমে। নির্বাচনের দিন অতিরিক্ত গরম পড়লে কী করবেন? এ বিষয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Advertisement

১৯ এপ্রিল শুরু হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে ১ জুন পর্যন্ত। অর্থাৎ ঋতুচক্রের প্রথম দুমাস বৈশাখ ও জৈষ্ঠ্য মাস জুড়ে দফায় দফায় চলবে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। ভোটের দিন রাজনৈতিক উত্তাপের সাথে সাথে বাড়তে পারে তাপমাত্রাও। ভোটারদের কথা মাথায় রেখেই একগুচ্ছ নির্দেশিকা জারি করল কমিশন।

[আরও পড়ুন: বিজেপি ছাড়ছেন রুদ্রনীল! লোকসভায় টিকিট না পেয়েই চূড়ান্ত সিদ্ধান্ত?]

নির্বাচন কমিশনের নির্দেশিকা

  • নিচতলায় ভোটকেন্দ্র করতে হবে।
  • কোনও ভোটারকে ২ কিলোমিটারের বেশি ভোট দিতে যেতে হবে না। একমাত্র পাহাড়ি এলাকার ক্ষেত্রে এই দূরত্ব একটু বেশি হতে পারে।
  • প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য রাখতে হবে গ্লাস-ও।
  • ভোটগ্রহণ কেন্দ্রে পোলিং এজেন্টদের জন্য টেবিল, চেয়ার ও বেঞ্চ রাখতে হবে। বসার ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী, অন্ত্বঃস্বত্তা ও প্রবীণ ভোটারদের জন্য।
  • ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মাথার উপর আচ্ছাদন তৈরি করতে হবে।
  • অনেক মা-শিশুদের নিয়ে ভোট দিতে যান। ওই শিশুদের দেখভালের জন্য প্রতি ভোটকেন্দ্রে একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

[আরও পড়ুন: রামরাজ্যেই প্রার্থী ‘রাম’ অরুণ গোভিল, বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনাও]

ভোট দিতে গিয়ে কোনও ব্যক্তির ‘সান স্ট্রোক’ হলে কী ব্যবস্থা নেওয়া হবে? কমিশনের পরামর্শ:

  • ঠান্ডা জায়গায় ওই ব্যক্তিকে শুইয়ে দিতে হবে।
  • মাথায় জল ঢালতে হবে। ওই ব্যক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করতে হবে।
  • ওআরএস বা ওই ধরনের কোনও পানীয় খাওয়াতে হবে।
  •  পরিস্থিতি আশঙ্কাজনক হলে অবিলম্বে হাসপাতালে ভর্তি করাতে হবে।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement