shono
Advertisement
Salt Lake

সল্টলেকের তথ্যপ্রযুক্তি অফিস পাড়ায় যুবকের রহস্যমৃত্যু, বহুতলের নিচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

আত্মহত্যা নাকি খুন? খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 10:23 PM Dec 20, 2024Updated: 10:26 PM Dec 20, 2024

বিধান নস্কর, দমদম: বহুতলের নিচ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ভরসন্ধ্যায় তীব্র চাঞ্চল্য ছড়াল সল্টলেক সেক্টর ফাইভ এলাকায়। শুক্রবার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার একটি বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায়। ওই যুবক আত্মহত্যা করেছেন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেক্টর ফাইভের এক বহুতলের ১৬ তলা থেকে ওই যুবক ঝাঁপ দিয়েছেন। তবে এই তথ্যের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। তাঁর নাম পরিবেশ চট্টোপাধ্যায়। বাড়ি মুকুন্দপুরে। এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন পরিবেশ। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যা করলেন নাকি তাঁকে কেউ খুনের উদ্দেশে ধাক্কা দিয়ে ফেলল, তা তদন্ত সাপেক্ষ। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ এনিয়ে জানার চেষ্টা করছে। আত্মহত্যার মতো কোনও কারণ ঘটেছিল কি না, পরিবেশ মানসিক অবসাদে ভুগছিলেন কি না, এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।পাশাপাশি তাঁর কর্মক্ষেত্রেও সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অফিসে কোনও সমস্যা হয়েছিল কিনা, যে কারণে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন পরিবেশ, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন সন্ধ্যার পর দেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে আর জি কর হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সল্টলেকের আইটি সেক্টরে। সন্ধ্যার পর এই এলাকায় ভিড় কিছুটা কমতে থাকলেও, এদিন ছবিটা ছিল সম্পূর্ণ অন্য। দুর্ঘটনাস্থলের আশেপাশে প্রচুর জনসমাগম হয়। পুলিশ ভিড় হঠিয়ে দেহটি উদ্ধার করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সল্টলেক সেক্টর ফাইভে বহুতলের নিচ থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ।
  • আত্মহত্যা নাকি খুন? খতিয়ে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার