shono
Advertisement

Breaking News

মর্মান্তিক! বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে খুঁটি থেকে ছিটকে পড়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর

আমফানের পর বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে দুর্ঘটনা বারাসতের নবপল্লিতে। The post মর্মান্তিক! বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে খুঁটি থেকে ছিটকে পড়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:47 AM May 26, 2020Updated: 09:47 AM May 26, 2020

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: বিদ্যুতের খুঁটিতে উঠে মেরামতের কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক বিদ্যুৎকর্মী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে ছিটকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতের নবপল্লি এলাকায়। মৃত ওই ইলেকট্রিশিয়ান বছর পঁয়তাল্লিশের অমল দাস নবপল্লির বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

আমফানের দাপটে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ টানা ৫ দিন ধরে বিদ্যুৎহীন। সংযোগের দাবিতে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল আমজনতা। এসবের মাঝে বিদ্যুৎ কর্তাদের আবেদন ছিল, এভাবে অবরোধ, বিক্ষোভ না করে তাঁদের কাজের সুযোগ করে দেওয়া হোক। পরিষেবা স্বাভাবিক করতে তাঁরাও কম চেষ্টা করছেন না। তা সত্ত্বেও বেশ উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক জায়গায় বিদ্যুৎ কর্মীদের কাজ করতে হচ্ছে। সোমবার বারাসতে অমলবাবুও সেভাবেই কাজ করছিলেন। তিনি বিদ্যুৎ দপ্তরের নিযুক্ত কর্মী নন। ব্যক্তিগতভাবে এলাকায় ঘুরে ঘুরে কাজ করতেন। এদিন সকালে পিজি বাগানের নন্দনকানন লেনে কাজ করতে গিয়েছিলেন অমল দাস। সেখানেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

[আরও পড়ুন: আমফানকে ‘অতি বিরল’ ঝড়ের তকমা দেওয়া হোক, কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে দাবি ডেরেকের]

স্থানীয় সূত্রে খবর, আমফানের পর উত্তর ২৪ পরগনার অন্যান্য জায়গার মতো বারাসতের বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছিল। কয়েকটি জায়গায় পরিষেবা ফের চালু হয়েছে ঠিকই। তবে তারপরও সমস্যা দেখা দিচ্ছিল। নন্দনকানন লেনের এক বাড়িতে সোমবার তেমনই এক সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলেও তাঁদের দেখা মেলেনি বলে অভিযোগ। তাই বাড়ির সদস্যরা পরিচিত ইলেকট্রিশিয়ান অমলবাবুকেই ডেকে পাঠান। তিনি এসে সমস্যার উৎস খুঁজতে বিদ্যুতের খুঁটিতে ওঠেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।

[আরও পড়ুন: সংগৃহীত অর্ধেক নমুনাই পরীক্ষা ছাড়া পড়ে! করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে পূর্ব বর্ধমানে]

প্রত্যক্ষদর্শীরা জানান,খুঁটির উপর হঠাৎ আগুনে ফুলকির মতো ঝলকানি দেখা যায়। আর সঙ্গে সঙ্গে অমলবাবু মই থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এমন ঘটনায় অমল দাসের পরিবার তো বটেই, শোকগ্রস্ত ওই বাড়ির সদস্যরাও। সমস্যার সমাধান করার জন্য পরিচিত ইলেকট্রিশিয়ানকে ডেকে যে এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকতে হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা।

The post মর্মান্তিক! বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে খুঁটি থেকে ছিটকে পড়ে মৃত্যু বিদ্যুৎকর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার