নন্দন দত্ত, সিউড়ি: ধান ঝাড়াইয়ের মেশিনের সঙ্গে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে তড়িদাহত হয়ে মৃত দুই যুবক। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে জোর চাঞ্চল্য। দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। আরেক যুবক তড়িদাহত হয়ে গুরুতর জখম। তাঁর চিকিৎসা চলছে।
মৃতেরা হলেন, বিকাশ তোমর এবং বিষ্ণু তোমর। তাঁরা হরিয়ানার বাসিন্দা। অন্যান্য দিনের মতো রবিবার সকালে ধান ঝাড়াই মেশিন নিয়ে ধান কাটতে যাচ্ছিলেন মোট তিনজন। তাঁদের মধ্যেই ছিলেন বিকাশ এবং বিষ্ণু। ধান ঝাড়াই মেশিন যথেষ্ট উচ্চতাসম্পন্ন। তাই তা সহজেই বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। তার ফলে তিনজন তড়িদাহত হন।
[আরও পড়ুন: বিতর্ককে সঙ্গী করে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, ৯ দিনে পৌঁছল ১০০ কোটির ক্লাবে]
একজন দূরে ছিটকে পড়ে যান। তবে বিকাশ এবং বিষ্ণুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দু’জনের দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রেঙ্গুনি গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎবাহী তার অত্যন্ত নিচু হওয়ার ফলে দুর্ঘটনা। বারবার বিদ্যুৎ দপ্তরকে তার আরও উঁচুতে সরানোর কথা বলা হয়েছে। তবে বিদ্যুৎ দপ্তর কোনও উদ্যোগ নেয়নি। তাই ভিনরাজ্যের দুই যুবকের প্রাণ গেল বলেই দাবি স্থানীয়দের। তবে এদিনের দুর্ঘটনার প্রসঙ্গে বিদ্যুৎ বন্টন বিভাগের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।