সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বল। সোমবারই তাঁকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শারীরিক অবস্থার অবনতি ঘটায় রোহিতকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
শ্রীনগরে জন্ম হয় রোহিত বলের (Rohit Bal)। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু ১৯৮৬ সালে। খুব অল্প সময়ের মধ্যেই ফ্যাশন জগতে জনপ্রিয় হন তিনি। বলিউডের বহু সেলিব্রিটিদের পোশাক ডিজাইন করেছেন তিনি। মাধুরী দীক্ষিত, শ্রীদেবীর পছন্দের ডিজাইনার। বহু সিনেমার কস্টিউম ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন রোহিত। রোহিতের ঝুলিতে রয়েছে দেশি-বিদেশি প্রচুর পুরস্কার।
[আরও পড়ুন: পরমব্রতর বিয়েতে পাননি নিমন্ত্রণ, বন্ধুর নতুন জীবন নিয়ে কী বার্তা রুদ্রনীলের? ]
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, রোহিত বল মদের নেশায় ডুবে থাকতেন। এমনকী, কয়েকমাস আগে রিহ্যাব থেকেও ফিরেছেন তিনি। তবুও মদের নেশা থেকে বের হতে পারেননি। অতিরিক্ত মদ্যপানের জন্যই শারীরিক অবস্থার অবনতি ঘটে। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার।