shono
Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীকে তলব, সিজিওতে হাজিরার নির্দেশ

গত বুধবার তাঁর আবাসনে তল্লাশি চালায় ইডি।
Posted: 02:18 PM Mar 31, 2023Updated: 02:18 PM Mar 31, 2023

অর্ণব আইচ: আবাসনে তল্লাশির পর এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মী অর্ণব বসুকে তলব করল ইডি। শুক্রবার ইডি তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করে। এর আগে গত বুধবার তাঁর আবাসনে হানা দেন আধিকারিকরা। তাঁর মোবাইল, ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা বাংলা। কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত এই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অর্পিতা মুখোপাধ্যায়কে। পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই। তাঁদের সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক অর্ণব বসুর নাম জানতে পারেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: মশা তাড়ানোর ধূপের ধোঁয়ায় মর্মান্তিক পরিণতি, দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ছ’জনের]

এরপর গত বুধবার অর্ণব বসুর দু’টি ফ্ল্যাটে হানা দেন ইডি’র আধিকারিকরা। জানা গিয়েছে, দুই সাক্ষীকে সঙ্গে নিয়ে সল্টলেকের ওই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। সেখানে একাধিক নথি ঘেঁটে দেখেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় আবাসনে। তবে অর্ণব বসু ঠিক কীভাবে নিয়োগ দুর্নীতিতে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তাই তাঁকে জেরা করতে চান ইডি’র আধিকারিকরা।

[আরও পড়ুন: পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ! প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতে অভিযুক্ত ট্রাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement