সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির প্রচারে কলকাতায় এসেছিল টিম ‘রাজ রিবুট’৷ আর এ শহর যে মাদার টেরিজার, তা কে না জানে! সদ্য সেইন্ট হয়েছেন মাদার৷ তাই শহরে এসে মাদার হাউস ঘুরে এলেন বলিতারকা ইমরান হাশমি৷
‘রাজ’ সিরিজের চার নম্বর ছবি এটি৷ ট্রেলার থেকেই ইঙ্গিত মিলেছিল ভয় আর যৌনতার ককটেলে এ ছবি তৈরি করেছেন পরিচালক বিক্রম ভাট৷ ছবিতে প্রধান তিন চরিত্রে আছেন ইমরান হাশমি, কীর্তি খারবান্দা ও গৌরব অরোরা৷ এদিন তিনজনই এসেছিলেন শহরে৷ তাঁদের তিনজনের অভিনীত চরিত্রের মধ্যে দিয়েই স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ ও তা থেকে বিবাহ বহির্ভুত প্রেমের কাহিনি উঠে আসবে পর্দায়৷ তবে কাহিনির পরতে পরতে নানা টুইস্ট তুলে রেখেছেন পরিচালক৷ সে সব তো খোলসা হবে ছবি মুক্তির পরই৷ এদিন সে কথা জানাতেই শহরে এসেছিলেন তিনজন৷ শহরের উদ্দেশে রেখে গেলেন তাঁদের বার্তা৷ অবশ্যই তা ছবি দেখার আবেদন৷
তবে শহরে এসে ইমরানের বাড়তি পাওনা নিশ্চিতই মাদার হাউস ঘুরে দেখা আর কচিকাঁচাদের সঙ্গে সময় কাটানো৷
The post ছবির প্রচারে শহরে এসে মাদার হাউসে ইমরান appeared first on Sangbad Pratidin.