সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট সিরিজে (India vs England) এগিয়ে থেকেও ধরাশায়ী হতে হয়েছে। তার পরেই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। জানা গিয়েছে, সোমবার রাত বা মঙ্গলবার সকালেই ভারত থেকে বেরিয়ে পড়বেন বেন স্টোকসের দলের সকলেই। উল্লেখ্য, পাঁচ ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায় রয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
হায়দরাবাদে প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। কিন্তু আত্মবিশ্বাসে ফুটতে থাকা বেন স্টোকসের জয়রথ থেমে যায় দ্বিতীয় টেস্টেই। চারদিনের মধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে দুরন্ত কামব্যাক ভারতের। তার পরেই শোনা যায়, দ্রুত ভারত ছাড়তে চাইছে গোটা ইংল্যান্ড শিবির। বিশাখাপত্তনমে খেলা শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় ইংল্যান্ডের ‘ভারত ছাড়ো’র প্রস্তুতি।
[আরও পড়ুন: ফের নতুন নজির গড়লেন বুমরাহ, এবার মুকুটে কোন পালক যোগ হল?]
কিন্তু সিরিজের মাঝপথেই কেন ভারত ছেড়ে বেরিয়ে যেতে চাইছে ইংল্যান্ডের গোটা দল? সূত্রের খবর, দুই টেস্টের মাঝে প্রায় ১০ দিনের ব্যবধান রয়েছে। সেটা কাটাতেই আবু ধাবি (Abu Dhabi) চলে যাবেন জিমি অ্যান্ডারসনরা। ভারত সফরে আসার আগে সেখানে দীর্ঘ শিবির করেছিল ইংল্যান্ড। উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, ঘূর্ণি পিচে খেলার অভ্যাস- সমস্ত কিছুই আবু ধাবিতে থেকে করেছিল ইংল্যান্ড।
তবে দুই টেস্টের মাঝের এই সময়টা ক্রিকেট থেকে একেবারে দূরেই থাকবে ইংল্যান্ডের গোটা দল। জানা গিয়েছে, গলফ খেলে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে কয়েকজন ক্রিকেটারের। এছাড়াও আবু ধাবিতে একেবারে ছুটি কাটানোর মেজাজেই থাকবেন। ক্রিকেটাররা যেন কোনওমতেই সিরিজের চাপে কুঁকড়ে না যান, সেটা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র ২৫ শতাংশ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে আছে ইংল্যান্ড। ফাইনালের টিকিট পেতে এই সিরিজ জিততেই হবে তাদের।