shono
Advertisement

‘দেশের সমস্যা মেটাতে বড় ভূমিকা নিচ্ছে মন কি বাত’, প্রধানমন্ত্রী মোদির প্রশংসায় আমির খান

আগামী ৩০ এপ্রিল সম্প্রচারিত হবে ‘মন কি বাত’-এর শততম পর্ব।
Posted: 03:39 PM Apr 26, 2023Updated: 03:39 PM Apr 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ এপ্রিল ১০০ পর্বে পা দিতে চলেছে নরেন্দ্র মোদির রেডিও শো মন কি বাত। তার আগে বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রসার ভারতীর উদ্যোগে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ১০০ জন বিশিষ্ট ব্যক্তিত্বরা। বলিউড থেকে হাজির ছিলেন আমির খান ও রবিনা ট্য়ান্ডন। এই সম্মেলনেই প্রধানমন্ত্রীর মন কি বাতের প্রশংসায় পঞ্চমুখ আমির।

Advertisement

সংবাদ মাধ্যমকে আমির খান জানান, ”দেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তাঁর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের এই যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ।”

[আরও পড়ুন: অবসাদ নয়, স্ত্রীর সঙ্গে মজা করতে গিয়েই মৃত্যু কন্নড় অভিনেতার! চাঞ্চল্যকর দাবি বন্ধুর ]

আমির আরও জানান, ”যেখানে একজন নেতা দেশ নিয়ে তাঁর ভবিষ্যৎ চিন্তা, জনগনের সমর্থনের প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেন।” আমিরের কথায়, দেশবাসীর সমস্যা শোনা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ওঁর নিজস্ব একটা স্টাইল রয়েছে। আমার তো মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এপ্রিলের শেষ দিন, আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ১০০তম ‘মন কি বাতে’র (Mann Ki Baat) সরাসরি সম্প্রচার করার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হল সমস্ত কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে। এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার তুঙ্গে। একটি ১০০ টাকার মুদ্রার সিরিজও প্রকাশ করা হবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে। স্বয়ং প্রধানমন্ত্রীই সেটি প্রকাশ করবেন। ওই বিশেষ মুদ্রাগুলিতে মোদির রেডিও শোয়ের লোগো ও টাইটেল থাকবে। এই পরিস্থিতিতে কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সবাই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করে।

কেবল নির্দেশ দেওয়াই নয়, সেই সঙ্গে অনুষ্ঠানের পরে নির্দেশ পালনের ‘প্রমাণ’ও পাঠাতে বলা হয়েছে বলে দাবি। কী সেই প্রমাণ? বলা হয়েছে অনুষ্ঠানের প্রথম ২৫ সেকেন্ড ও শেষের ২৫ সেকেন্ডের অডিও ক্লিপ যেন পাঠিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রককে। এখানেই শেষ নয়। এরই পাশাপাশি ‘মন কি বাতে’র ১০০তম এপিসোডের উদযাপনের প্রমাণ হিসেবে ছবিও পাঠাতে বলা হয়েছে।

এহেন নির্দেশের উত্তরে কী বলছে রেডিও স্টেশনগুলি? এক রেডিও অপারেটর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলছেন, ”সপ্তাহান্তের পরিকল্পনা মানুষ আগেই করে রাখে। খুব অল্প মানুষই ওই অনুষ্ঠান শোনে। কিন্তু এবার যেহেতু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, তাই আমাদের তা সম্প্রচার করতে হবে। অন্যথায় আমরা এই অনুষ্ঠানের এপিসোডগুলির সম্প্রচার করি না।”

[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কোন ভূমিকায় দেখা যাবে তারকাকে? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement