shono
Advertisement

প্রয়াত ‘রামায়ণ’ধারাবাহিকের ‘রাবণ’অরবিন্দ ত্রিবেদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গত বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
Posted: 11:45 AM Oct 06, 2021Updated: 12:43 PM Oct 06, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়ার ঠিক আগের রাতে চিরবিদায় নিলেন বর্ষীয়ান অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi)। যিনি হিন্দি টেলিভিশন জগতের দর্শকদের কাছে রাবণ হিসেবেই বেশি পরিচিত। তাঁর প্রয়াণে টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

১৯৩৮ সালের ৮ নভেম্বর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন অরবিন্দ ত্রিবেদী। গুজরাটি থিয়েটার দিয়ে অভিনয়ে হাতে খড়ি হয়েছিল। এরপর রামানন্দ সাগরের অতি জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে রাবণের (Ravan) ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখান থেকেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তাঁর নাম। রামায়ণের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘বিক্রম অউর বেতাল’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হিন্দি ও গুজরাটি মিলিয়ে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে বহু অনবদ্য কাজ উপহার দিয়েছেন দর্শকদের। পেয়েছেন একাধিক সরকারি পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি পা রাখেন রাজনৈতিক জগতেও। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ছিলেন বিজেপি সাংসদ।

[আরও পড়ুন: জুটছে না ঘরের খাবার! NCB হেফাজতে কী খাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান?]

সেই অরবিন্দ ত্রিবেদীই (Arvind Trivedi) গত বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন ৮২ বছরের অভিনেতা। আজ, বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন সুনীল লাহিড়ী। যাঁকে ‘রামায়ণ’-এ লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল।

টুইটারে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লেখেন, “আমরা শ্রী অরবিন্দ ত্রিবেদীকে হারালাম। তিনি শুধু ভাল অভিনেতাই ছিলেন না, রাজনৈতিক নেতা হিসেবে মানুষের পাশেও দাঁড়িয়েছেন। রামায়ণ সিরিয়ালে তাঁর অভিনয় তাঁকে যুগযুগান্ত ধরে স্মরণীয় করে রাখবে। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের সহানুভূতি জানাই।”

 

[আরও পড়ুন: ফের বিপাকে পরীমণি, মাদক মামলায় সিআইডির চার্জশিটে অভিনেত্রীর নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement