shono
Advertisement

Breaking News

ফের প্রেমে পড়লেন কার্তিক! নায়কের নতুন প্রেমিকা এবার কে?

প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কার্তিক।
Posted: 04:50 PM Nov 08, 2022Updated: 04:53 PM Nov 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে কার্তিক আরিয়ান সুপারহিট। তাঁর ‘ভুলভুলাইয়া ২’ এ বছরে বলিউডে সেরা ব্যবসা দিয়েছে। তাই আজকাল মাটিতে প্রায় পা পড়ছে না কার্তিকের। ঠিক এই সময়ই খবরে এল কার্তিক নাকি নতুন প্রেমে পড়েছেন। তাও আবার এক ফিল্মি পরিবারের মেয়ের, নামকরা নায়কের বোন! ভাবছেন কে?

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। বহুদিন সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছিল কার্তিকের (Kartik Aaryan)। তারপর শোনা যায় অনন্যা পাণ্ডের নামও। তবে আপাতত, সারা ও অনন্যা দুজনেই সিঙ্গল। ‘কফি উইথ করণে’ এসে দুজনেই জানিয়েছিলেন কার্তিকের সঙ্গে কোনও সম্পর্ক নেই।

বলিউডে গুঞ্জন হৃতিক রোশনের তুতো বোন পশমিনা রোশনের সঙ্গে নাকি আজকাল ডেটিংয়ে ব্যস্ত রয়েছেন কার্তিক। মুম্বইয়ের নানা জায়গাতেই নাকি দেখা যাচ্ছে তাঁদের। শোনা যাচ্ছে, এই সম্পর্ক বেশ সিরিয়াস! তবে এই প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেন কার্তিক।

[আরও পড়ুন: বাবা হয়ে দারুণ খুশি রণবীর, মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন অভিনেতা]

এ তো গেল কার্তিকের প্রেমের গল্প। কাজের দিক থেকে কার্তিকের হাতে এখন প্রচুর ছবি। ‘আশিকি ৩’ (Aashiqui 3) ছবিতে এবার এন্ট্রি নিলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)। এখানেই চমকের শেষ নয়। এই ছবির পরিচালনার দায়িত্বভার সামলাবেন অনুরাগ বসু। সঙ্গে থাকছে সংগীত পরিচালক প্রীতম। সোশ্যাল মিডিয়ায় কার্তিক এ খবর শেয়ার করে জানিয়েছেন, একটা দারুণ ছবি হতে চলেছে। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তবে এই ছবিতে নায়িকার খোঁজ চলছে।

কার্তিকের কথায়, ‘আশিকি ছবি দেখে ও গান শুনেই আমার বড় হওয়া। সেই ছবির তৃতীয়ভাগে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাই তো অনেক। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ভূষণ কুমার ও মুকেশ ভাটকে ধন্যবাদ। এছাড়াও অনুরাগ বসু আমার খুব প্রিয় পরিচালক। তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এটাই সত্যিই ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শিখতে পারব।’

[আরও পড়ুন: বিজয় মালিয়ার চরিত্রে অনুরাগ কাশ্যপ! পলাতক ধনকুবেরদের গল্প এবার বড়পর্দায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement