shono
Advertisement

বক্স অফিসে ব্যর্থ ‘তেজস’, ‘দর্শক চান্সই দেন না…’, ভিডিও বার্তায় সোচ্চার কঙ্গনা

কোভিডের পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি, দাবি অভিনেত্রীর।
Posted: 11:19 AM Oct 29, 2023Updated: 03:52 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশপ্রেমের টোটকাতেও বিশেষ কাজ হল না। বক্স অফিসে শোচনীয় অবস্থা ‘তেজস’-এর (Tejas)। ৬০ কোটি টাকা বাজেটের সিনেমা দু’দিনে কোনওভাবে এক কোটি টাকার বেশি আয় করতে পেরেছে। তাই এবার ভিডিও বার্তায় সোচ্চার হলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

Advertisement

‘X’ সাইটে আপলোড করা ভিডিওতে অভিনেত্রী বলেন, “কিছুদিন আগে আমাদের ছবি ‘তেজস’ সিনেমা হলে মুক্তি পেয়েছে যাঁরা সিনেমাটি দেখেছেন তাঁদের খুবই ভালো লেগেছে। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিন্তু বন্ধুরা কোভিডের পরে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। ৯৯ শতাংশ সিনেমাকে দর্শক চান্সই দেন না।”

[আরও পড়ুন: খুদে ভক্তকে দেখেই গাড়ি থামিয়ে দিলেন অরিজিৎ সিং, কী হল তারপর?]

এর পরই আবার অভিনেত্রী বলেন, “আমি জানি এই আধুনিক সময়ে আমাদের সবার কাছে মোবাইল আছে, টিভি আছে। কিন্তু একসঙ্গে সিনেমা দেখা, থিয়েটার অনেক আগে থেকে আমাদের সভ্যতার গুরুত্বপূর্ণ অঙ্গ। নাচ, শিল্প, কথাকলি, লোকগান, নাটক আমাদের আমাদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের এর আগে ‘উরি’, ‘মেরি কম’, ‘নীরজা’র মতো সিনেমা ভালো লেগে থাকে তাহলে ‘তেজস’ও ভালো লাগবে।”

উল্লেখ্য, একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন কঙ্গনা। কিন্তু অভিনেত্রীর কেরিয়ারে হিটের দেখা নেই। জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো না দেখতে পারেনি। উপরন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব একটা চলেনি। আবার ‘তেজস’-ও মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতেও হাল ছাড়তে নারাজ অভিনেত্রী। ‘পাঠান’, ‘জওয়ান’-এর দু’হাজার কোটির বেশি ব্যবসা সত্ত্বেও বেহাল হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির দোহাই দিয়ে ‘তেজস’ দেখার আর্জি জানালেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।

[আরও পড়ুন: শ্রীদেবীর প্রয়াণের স্মৃতি ফেরাল ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যু, বাথটবে উদ্ধার দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement